বরিশালের গৌরনদীতে ট্রলার ডুবে মনি বেগম (৪০) নামের এক নারীর মৃত্যু হয়েছে। ডুবে যাওয়া ট্রলার থেকে নিহতের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের সদস্যরা। নিহত মনি মুলাদী উপজেলার বোয়ালিয়া এলাকার আলম সরদারের স্ত্রী।
শনিবার সন্ধ্যায় তথ্যের সত্যতা নিশ্চিত করে গৌরনদী ফায়ার এন্ড সিভিল ডিফেন্সের ষ্টেশন অফিসার বিপুল হোসেন জানান, দুপুর দেড়টার দিকে টরকী বন্দর থেকে মালামাল বোঝাই একটি ট্রলার আড়িয়াল খা’র শাখা পালরদী নদী দিয়ে উপজেলার হোসনাবাদের দিকে ছেড়ে যায়। ট্রলারে দুইজন পুরুষ ও একজন নারী ছিলো।
পথিমধ্যে দুপুর আড়াইটার দিকে চররমজানপুর খেয়াঘাটে নোঙ্গরের সময় ট্রলারটি নদীতে ডুবে যায়। এসময় পুরুষ দুই যাত্রী সাতরে তীরে উঠতে পারলেও ওই নারী উঠতে পারে নাই। খবরপেয়ে ডুবন্ত ট্রলার থেকে ওই নারীকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। তিনি আরও বলেন, ধারনা করা হচ্ছে অতিরিক্ত পণ্য থাকার থাকার কারনে ট্রলারটি ডুবে গেছে।
গৌরনদী মডেল থানার ওসি মো. ইউনুস মিয়া বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এবিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
https://slotbet.online/