উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি একই এলাকায় নিম্নচাপে পরিনত হয়েছে। এটি আজ বৃহস্পতিবার সকাল ছয়টায় পায়রা সমুদ্র বন্দর থেকে ২৪৫ কিলোমিটার দক্ষিণপশ্চিমে অবস্থান করছিল। এর প্রভাবে পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর বেশ বিক্ষুব্ধ হয়ে উঠেছে।
বড় বড় ঢেউ তীড়ে পড়ছে।
গতকাল বুধবার সন্ধ্যা থেকে উপকূলীয় এলাকায় মাঝারী বৃষ্টিপাত হচ্ছে। বাতাসের চাপ অনেকটা বৃদ্ধি পয়েছে। জোয়ারে নদ-নদীর পানির উচ্চতা ২ থেকে ৩ ফুট বৃদ্ধি পাওয়ায় প্লাবিত হয়েছেন নিম্নাঞ্চল। টানা বৃষ্টিতে জলাবদ্ধতার পাশাপাশি পানি বন্ধি হয়ে পড়েছে শত শত পরিবার। নিম্নচাপটি আরো ঘনীভূত হতে পারে এবং উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া আকারে বয়ে যেতে পারে। তাই পটুয়াখালীর পায়রা সহ দেশের সব সমুদ বন্দরকে ০৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। সকল মাছধরা নিরাপদ আশ্রয়ে অবস্খান করতে বলা হয়েছে।
উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা আপুসাহা বলেন,সমুদ্রে মাছধরা নিষেধাজ্ঞা থাকায় মাছধরা ট্রলার সমুদ্রে নেই। নদীর মোহনায় দুএকটা থেকে থাকলেও তাদেরকেও নিরাপদে আশ্রয় নেয়ার জন্য বলা হয়েছে।
এ রকম আরো সংবাদ...