পটুয়াখালীর কলাপাড়ায় উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হওয়ায় উপকূলীয় জেলা পটুয়াখালীর কলাপাড়ায় গত দুই দিন ধরে থেমে থেমে মাঝারি ধরনের বৃষ্টিপাত হয়েছে। এর ধারাবাহিকতায় বুধবার ভোররাত থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়েছে, যা এখনও অব্যাহত রয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আকাশজুড়ে ঘন মেঘে ঢেকে রয়েছে গোটা উপকূলীয় অঞ্চল। বাতাসে তেমন চাপ না থাকলেও অমাবস্যার প্রভাবে নদ-নদীর পানির উচ্চতা বৃদ্ধি পেয়েছে। ফলে উপজেলার নিম্নাঞ্চলগুলোতে জোয়ারের পানি প্রবেশের আশঙ্কা রয়েছে। কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর রয়েছে উত্তাল।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সৃষ্ট লঘুচাপটি আরও ঘনীভূত হতে পারে এবং এর প্রভাবে উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। পরিস্থিতি বিবেচনায় পটুয়াখালীর পায়রাসহ দেশের চারটি সমুদ্র বন্দরকে ০৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
এছাড়া সমুদ্রগামী মাছ ধরার ট্রলার ও নৌযানগুলোকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। স্থানীয় প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ পরিস্থিতি পর্যবেক্ষণে রয়েছে এবং সকলকে সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে।
মহিপুর মৎস্য আড়ৎ সমবায় মালিক সমিতির সভাপতি মোঃ দিদার উদ্দিন আহম্মেদ মাসুম বলেন, সাগরে মাছধরা নিশেধ থাকায় কোন জেলে সাগরে নেই। যাও নদীর মোহনায় ছিল তাপ এখন নিরাপদে আশ্রয় নিয়েছে।
https://slotbet.online/