চেতনানাশক দ্রব্যাদি সেবন করিয়ে মানুষের সর্বস্ব লুটে নেওয়া চক্রের ৪ সদস্যকে গ্রেপ্তার করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখার সদস্যরা। আটকের সময় তাদের কাছ থেকে চোরাইকৃত মালামাল সহ ১৭ টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে বলে মঙ্গলবার ২৭ মে সকালে জানিয়েছেন গোয়েন্দা শাখার পরিদর্শক মো. ইসমাইল হোসেন।
এর আগে বরিশাল নগরীর ১৩ নম্বর ওয়ার্ডের সিএন্ডবি রোড মসজিদ গলি এলাকার একটি বাসায় এবং নগরের ২৬ নম্বর ওয়ার্ডের কালিজিরা বাজারের একটি অটো গ্যারেজে অভিযান চালিয়ে ওই চারজনকে গ্রেপ্তারসহ মালামাল উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছে, বরিশালের বাকেরগঞ্জ উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের দাওকাঠী এলাকার আ. ছাত্তার মিলিটারির ছেলে সাইদুল ইসলাম ওরফে শান্ত (৪২), ঝালকাঠি জেলার নলছিটি থানাধীন মধ্য কন্দেবপুর এলাকার মন্নাফ লস্করের ছেলে বাপ্পি লস্কর (২৮), মাদারীপুর সদরের মোস্তফাপুর বাঘেরপাড়া এলাকার আলী আকবর ফকিরের ছেলে মো: নাজমুল (৩০) ও বরিশাল মেট্রোপলিটনের বন্দর থানাধীন চানপুরা শরীফ বাড়ির ইয়াকুব আলীর মেয়ে সাথী আক্তার (৪০)।
গ্রেপ্তারকৃতদের মধ্যে মো. নাজমুল রুপাতলী এলাকার একটি অটো গ্যারেজের মালিক, বাকিরা সকলে বরিশাল নগরীর ধান গবেষণা ও সিএন্ডবি রোড এলাকায় বাসা ভাড়া করে বসবাস করতো।
পুলিশ জানায়, গ্রেপ্তারের সময় তাদের হেফাজত হতে চোরাইকৃত একটি হলুদ অটোরিকশার খণ্ড খণ্ড অংশ ও চোরাই কাজে ব্যবহৃত ১৭ টি সিম বিহীন মোবাইল ফোন উদ্ধার করা হয়।
এ ঘটনায় যথাযথ আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানিয়েছেন পরিদর্শক মো. ইসমাইল হোসেন।
অভিযানে ডিবির এসআই মো. লোকমান, এসআই মো. কামাল হোসেন, এএসআই মো. আনোয়ার হোসেন বিপিএম, এএসআই মো. জাকির হোসেনসহ সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিল।
https://slotbet.online/