প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের এগারোতম গ্রেডসহ তিন দফা দাবিতে কর্মবিরতির তেমন কোন প্রভাব নেই বরিশাল নগরীর প্রাথমিক বিদ্যালয়গুলোতে। সোমবারের মতো মঙ্গলবার ২৭ মে ও সকাল থেকে যথারীতি ক্লাস চলছে।
বরিশাল নগরীর ইসলামীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকারা জানান, তাঁদের দাবি যৌক্তিক এবং কেন্দ্রীয় কমিটির নেয়া সিদ্ধান্তও তারা মানেন। তবে শিক্ষার্থীদের কথা বিবেচনায় এনে তারা ক্লাশ পুরোটা বর্জন করছেন।
বরিশাল নগরীর একে স্কুল ক্যাম্পাসের প্রাথমিক বিদ্যালয়সহ অন্যান্য বিদ্যালয়েও যথারীতি ক্লাশ চলছে এবং সহকারী শিক্ষক শিক্ষিকারা পাঠদান করাচ্ছেন। কর্মবিরতি নিয়ে এসব বিদ্যালয়ের শিক্ষকরা বলেন, কেন্দ্র ঘোষিত কর্মসূচি থাকলেও শিক্ষার্থীরা বাইরে বের হওয়া থেকে রোধ করতে তারা ক্লাসে রয়েছেন।
এদিকে প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদের ডাকা এই কর্মসূচি পালন করা হচ্ছে না বরিশালের কোনো বিদ্যালয়ে। সোমবার সকালে এমন দাবি করেছেন বরিশাল মহানগর প্রাথমিক সহকারী শিক্ষক সমাজের সভাপতি সাব্বির খান।
তিনি বলেন, দেশের বর্তমান পরিস্থিতিতে বরিশাল থেকে আমরা কোন ধরনের ঝামেলা চাচ্ছি না। তাই অন্ততপক্ষে আমি বলতে পারি বরিশালের কোনো বিদ্যালয়ে কেন্দ্র ঘোষিত এই কর্মসূচি পালিত হচ্ছে না। তিনি আরও বলেন, প্রতিটি বিদ্যালয়ে নিয়ম অনুযায়ী ক্লাস ও কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। কেন্দ্র ঘোষিত কোনো কর্মসূচি পালিত হচ্ছে না।
এর আগে তিন দফা দাবি আদায়ে প্রাথমিকের সহকারী শিক্ষকদের অর্ধদিবস কর্মবিরতি রোববার শেষ হয়। দাবি পূরণ না হওয়ায় পূর্ব ঘোষণা অনুযায়ী, পূর্ণদিবস কর্মবিরতিতে যাবার কথা ছিল সহকারী শিক্ষকদের।
এর আগে তিন দফা দাবিতে ৫ মে থেকে ১৫ মে পর্যন্ত দিনে ১ ঘণ্টা, ১৬ মে থেকে ২০ মে পর্যন্ত ২ ঘণ্টা এবং ২১ মে থেকে ২৫ মে পর্যন্ত অর্ধদিবস কর্মবিরতি পালন করেন প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকেরা।
https://slotbet.online/