• শুক্রবার, ০৪ জুলাই ২০২৫, ০৮:০১ অপরাহ্ন
শিরোনাম
কুয়াকাটায় ৩ লক্ষাধীক টাকার ইয়াবা ও তৈরির কাঁচামাল  ক্রিস্টাল আইচ সহ আটক -৪  জুলাই সনদ ঘোষনার দাবিতে বরিশালে ইসলামী ছাত্র আন্দোলনের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত কলাপাড়ায় কৃষক বাজারের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন পটুয়াখালী জেলা প্রশাসক  এ সরকার দেশের স্বার্থ বিক্রি করার জন্য আসেনি : নৌপরিবহন উপদেষ্টা নির্মাণাধীন পাঁচতলা ভবন থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু বর্ণাঢ্য আয়োজনে বরিশালে বাংলানিউজের প্রতিষ্ঠাবার্ষিকী পালন শ্রমিক কল্যাণের উদ্যোগে জুলাই যোদ্ধাদের জন্য দোয়া মাহফিল অসহায়দের স্বাবলম্বী করতে সেলাই মেশিন ও ভ্রাম্যমান কফি মেকার বিতরন এলপি গ্যাসের ১২ কেজি সিলিন্ডারের দাম কমল ৩৯ টাকা সৃষ্টিকর্তাকে নিয়ে আপত্তিকর মন্তব্য : যুবক আটক

কার্বন ফেস্ট-২০২৫ এ জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন ববি শিক্ষার্থী মঞ্জরুল

এনামুল হক, ববি প্রতিনিধি / ২৭ পড়া হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ২৭ মে, ২০২৫

দেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত কার্বন ফেস্ট ‘এগ্রিডিকার্বাথন-২০২৫’-এ পোস্টার উপস্থাপনায় চ্যাম্পিয়ন হয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মঞ্জুরুল ইসলাম।

গত শুক্রবার গাজীপুরের সিসিডিবি ক্লাইমেট সেন্টারে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাবের আয়োজনে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

মঞ্জুরুল ইসলাম ‘ফুটপ্রিন্টস টু ব্লুপ্রিন্টস: টেকসই কৃষি ও কার্বন নিউট্রালিটির পথ’ শীর্ষক গবেষণামূলক পোস্টার উপস্থাপন করে এই সম্মান অর্জন করেন। তার গবেষণায় কার্বন নিঃসরণ কমানো ও জলবায়ু বান্ধব কৃষি পদ্ধতি নিয়ে উদ্ভাবনী সমাধান উপস্থাপন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. জিকেএম মোস্তাফিজুর রহমান, ক্রিশ্চিয়ান কমিশন ফর ডেভেলপমেন্ট ইন বাংলাদেশের (সিসিডিবি) নির্বাহী পরিচালক জুলিয়েট কেয়া মালাকার ও এনভোলিড লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা মোরশেদুল বারী।

এগ্রিডিকার্বাথন-২০২৫ আয়োজনে সহযোগিতা করে ইন্টারন্যাশনাল সেন্টার ফর ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড ডেভেলপমেন্ট (আইসিসিসিএডি) ও এগ্রোট্রেন্ডস। পোস্টার উপস্থাপনা ছাড়াও এতে ভিডিও ডকুমেন্টারি, কার্বন কোয়েস্ট ও জলবায়ু বিষয়ক নানা প্রতিযোগিতার আয়োজন করা হয়।

এ বিষয়ে মঞ্জুরুল ইসলাম বলেন, বাংলাদেশের প্রথম কার্বন ফেস্টে জাতীয় পর্যায়ের চ্যাম্পিয়ন হিসেবে স্বীকৃতি পাওয়াটা আমার জন্য অত্যন্ত সম্মানের। মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞানের একজন শিক্ষার্থী হিসেবে, আমার আগ্রহ আমাদের গ্রহের জন্য টেকসই সমাধান খুঁজে বের করার মধ্যে নিহিত।

অ্যাগ্রিডিকার্বোনাথন আমাকে সম্মানিত ব্যক্তিদের সাথে যুক্ত হওয়ার এবং জলবায়ু পরিবর্তন নিয়ে জাতীয় সংলাপে অবদান রাখার এক অসাধারণ সুযোগ দিয়েছে। আমি বিশ্বাস করি, আমার কাজ এবং সকল অংশগ্রহণকারীর কাজ, বাংলাদেশের কার্বন ভবিষ্যৎ গঠনে সত্যিই পরিবর্তন আনতে পারে।

উল্লেখ্য, দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও গাজীপুরের স্কুল-কলেজের শিক্ষার্থীরা এই কার্বন ফেস্টে অংশগ্রহণ করে। আয়োজকরা আশা প্রকাশ করেন, এই ধরনের আয়োজন জলবায়ু সংকট মোকাবিলায় তরুণদের অংশগ্রহণ বাড়াবে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/