সমাজ পরিবর্তনের প্রত্যয় নিয়ে গঠিত তরুণদের সংগঠন ‘টিম ৪৮ ঘণ্টা’ বরিশালে তাদের প্রধান কার্যালয়ের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেছে। বৃহস্পতিবার (২৩ মে) নগরীর কুমারপাড়া, সাগরদী এলাকায় পবিত্র কুরআন তেলাওয়াত, মিলাদ ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে নতুন এই কার্যালয়ের উদ্বোধন হয়।
আছরের নামাজের পর আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় আহ্বায়ক তৌফিকুল হক তানিম এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বরিশাল জেলা শাখার সক্রিয় সদস্য তৌহিদুল ইসলাম রোহান।
অনুষ্ঠানে অতিথিরা সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা এবং তরুণ সমাজের ভূমিকাসহ বিভিন্ন বিষয়ে তাদের মতামত ব্যক্ত করেন।
কেন্দ্রীয় আহ্বায়ক তৌফিকুল হক তানিম বলেন,
“টিম ৪৮ ঘণ্টা শুধু একটি সংগঠন নয়, এটি একটি চেতনার নাম। তরুণ প্রজন্মকে সংগঠিত করে আমরা অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে চাই,মানুষ এর পাসে দাড়াতে চাই,মানুষ হয়ে কাজ করতে চাই। এই অফিস হবে আমাদের কর্মকাণ্ডের নিয়ন্ত্রক কেন্দ্র, যেখান থেকে আমরা নিয়মিত মানবিক ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করবো।”
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বরিশাল জেলা কমিটির তৌহিদুল ইসলাম রোহান বলেন,
“টিম ৪৮ ঘণ্টার কার্যক্রম বরিশালে ইতোমধ্যে তরুণদের মাঝে সাড়া ফেলেছে। আমি বিশ্বাস করি, এই কার্যালয় হবে সামাজিক পরিবর্তনের মঞ্চ। তরুণদের জন্য এটি হবে একটি অনুপ্রেরণার স্থান।”
অনুষ্ঠানে সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ, স্থানীয় বাসিন্দা ও গণ্যমান্য ব্যক্তিরাও উপস্থিত ছিলেন। মিলাদ মাহফিল শেষে দেশ, জাতি ও সমাজের কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
উল্লেখ্য, বরিশালের কুমার বাড়ি,ইয়াকুব আলী সড়ক, সাগরদী এলাকায় অবস্থিত এই প্রধান কার্যালয় থেকেই ভবিষ্যতে ‘টিম ৪৮ ঘণ্টা’-এর সকল কার্যক্রম পরিচালিত হবে বলে জানানো হয়েছে।
https://slotbet.online/