• মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর ২০২৫, ০৬:১৫ অপরাহ্ন

ববিতে গুচ্ছ ভর্তি পরীক্ষায় ইসলামী ছাত্র আন্দোলনের হেল্প ডেস্ক

এনামুল হক, ববি প্রতিনিধি / ১৫০ পড়া হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ৯ মে, ২০২৫

বরিশাল বিশ্ববিদ্যালয় কেন্দ্রে অনুষ্ঠিত ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের গুচ্ছভুক্ত ১৯টি বিশ্ববিদ্যালয়ের ‘এ’  ইউনিটের ভর্তি পরীক্ষার্থীদের সহায়তায় হেল্প ডেস্ক সহ বিভিন্ন সহায়তা কার্যক্রম পরিচালনা করেছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বরিশাল বিশ্ববিদ্যালয় শাখা। তাদের হেল্প ডেস্ক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেছে ভর্তি পরীক্ষার্থী শিক্ষার্থী ও অভিভাবকগণ।

আজ শুক্রবার (০৯ মে) অনুষ্ঠিত ভর্তি পরীক্ষায় ইসলামী ছাত্র আন্দোলনের নেতাকর্মীবৃন্দ বিনামূল্যে সুপেয় খাবার পানির ব্যবস্থা, শিক্ষার্থীদের ব্যবহৃত অথচ পরীক্ষা কেন্দ্রে বহন অনুপযোগী জিনিসপত্র রাখার ব্যবস্থা, আগত পরীক্ষার্থীদের প্রয়োজনীয় তথ্য প্রদান, এবং অভিভাবকদের বসার ব্যবস্থা সহ প্রয়োজনীয় সহায়তা করছেন। শাখা সভাপতি হাসিবুল হোসেন ও সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ’র নেতৃত্বে সকাল থেকেই এই সহায়তা কার্যক্রম শুরু হয়।

এ প্রসঙ্গে শাখা সভাপতি হাসিবুল হোসেন বলেন, আমরা বরিশাল বিশ্ববিদ্যালয় কেন্দ্রে অনুষ্ঠিত বিভিন্ন ভর্তি পরীক্ষায় প্রতিবছর শিক্ষার্থীদের সহায়তায় হেল্প ডেস্ক কার্যক্রম পরিচালনা করে থাকি। দূরদূরান্ত থেকে আগত পরীক্ষার্থীরা অনেক সময় তথ্য সহায়তায় ভোগেন, এবং তাদের প্রয়োজনীয় ব্যবহৃত জিনিসপত্র ভিতরে নিতে পারেন না, সেক্ষেত্রে আমরা তাদের সহায়তা করে থাকি। এছাড়াও ঠাণ্ডা পানি ও শরবতের ব্যবস্থা, অভিভাবকদের বসার জন্য চেয়ার ও সামিয়ানা ইত্যাদি বিনামূল্যে সেবা দিয়ে থাকি। যানবাহনের যাতে অযৌক্তিক ভাড়া আদায় না করা হয় সে বিষয়েও আমাদের সজাগ দৃষ্টি থাকে।

ভর্তি সহায়তা হেল্পডেস্কে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সহসভাপতি এএসএম হাসিবুল্লাহ, সাংগঠনিক সম্পাদক তারিকুল ইসলাম, প্রশিক্ষণ সম্পাদক এইচ এম এনামুল হক, তথ্য গবেষণা ও প্রচার সম্পাদক মেহেদী হাসান, দাওয়াহ সম্পাদক কাউসার আহমেদ সহ প্রমূখ নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/