আগামী নির্বাচনে আন্তবর্তীকালিন সরকার প্রধান ড. মো. ইউনুস ও নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিডে সন্দেহ প্রকাশ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের জেষ্ঠ নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম। তিনি বলেছেন, দেশ ধ্বংসের দ্বারপ্রান্তে। এদেশকে তুলে আনতে হলে একটি সুষ্ঠু-গ্রহনযোগ্য নির্বাচন অপরিহার্য। মঙ্গলবার রাতে বরিশাল প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় কালে তিনি এসব কথা বলেন।
তিনি অন্তবর্তী সরকারকে সতর্ক করে বলেছেন, কোন ধরনের টালিবালি নির্বাচন করার চেষ্টা করবেন না। নির্বাচন কমিশনের উদ্দেশ্যে বলেছেন, বিতর্কিত নির্বাচন করায় সাবেক কয়েকজন সিইসি (প্রধান নির্বাচন কমিশনার) মবের শিকার হয়েছেন। আমরা চাইনা ভবিষ্যতে কোন সিইসি মবের আওতায় চলে আসুক।
কিছু রাজনৈতিক নেতাকে সরকারি প্রটোকল দেয়া প্রসঙ্গে বলেন, সরকারী প্রটোকল পাওয়ার জন্য সরকারের একটা আইনকানুন আছে। সেই আইনকানুনের মধ্যে পৌছা না পৌছা পর্যন্ত আমরা কাউকে সরকারি প্রটোকল দিচ্ছি। এতে আইন মানা হয়েছে কিনা আমরা জানিনা। এভাবে করা হলে আগামী নির্বাচনে প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠবে।
বিএনপিকে ইঙ্গিত করে ফয়জুল অভিযোগ করেন, শক্তিশালী দল দাবী করা একটি দলের কর্মীরা হুমকি-ধামকি দেয়া শুরু করেছে।
জামায়াতসহ ৮ দলের সঙ্গে সমঝোতার নির্বাচনে ফয়জুল বরিশাল- ৫ (মহানগর-সদর) ও বরিশাল- ৬ (বাকেরগঞ্জ) আসনে মনোনয়নপ্রত্যাশী। বরিশাল- ৫ প্রসঙ্গে তিনি বলেন, এটা আমার বাপ-দাদার জন্মভুমি। এ আসনটি অন্য কোন দল দাবী করা ধৃষ্টতাপূর্ন। আমরাতো জামায়াতের আমীর শফিকুর রহমানের আসনটি গিয়ে দাবী করবো না। তাদেরও উচিত না আমাদের আসনটি দাবী করা।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলনের বরিশাল মহানগরের অ্যাসিসট্যান্ট সেক্রেটারী নাসির উদ্দিন নাইস, নির্বাহী সদস্য মো: হালিম, শ্রমিক আন্দোলনের মহানগর সভাপতি সৈয়দ নাসির আহমেদ কাওছার, ইসলামী আন্দোলনের জেলা সভাপতি হাফেজ মো: সানাউল্লাহ প্রমুখ।
https://slotbet.online/