বরিশালের হিজলা উপজেলার মেঘনা নদীর পট্টির খালে মঙ্গলবার সকালে মৎস্য অধিদপ্তর ও হিজলা কোস্ট গার্ডের যৌথ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ মাছ ধরার জাল ও খুঁটি জব্দ করা হয়েছে।
অভিযানে ৬টি বেহুন্দী জাল এবং মেঘনা নদীর বিভিন্ন স্থানে চর ঘেরা জালে ব্যবহৃত ৪টি ট্রলার থেকে প্রায় ৬ হাজার খুঁটি উদ্ধার করা হয়। পরে জব্দ করা সব জাল ও খুঁটি পুড়িয়ে বিনষ্ট করা হয়।
অভিযানের নেতৃত্ব দেন হিজলা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম এবং কোস্ট গার্ডের কন্টিনজেন্ট কমান্ডার কাজল কুমার নাথ, পিও।
মৎস্য অধিদপ্তর জানায়, অবৈধ বেহুন্দী ও চর ঘেরা জাল ব্যবহার করে নির্বিচারে মাছ ধরায় নদীর প্রজনন পরিবেশ ধ্বংস হয় এবং মা–মাছ ও পোনা নিধনের ফলে মৎস্যসম্পদ ক্ষতিগ্রস্ত হয়। এসব অবৈধ কার্যক্রম দমনে অভিযান আরও জোরদার করা হবে।
জব্দ করা জাল ও খুঁটির আনুমানিক মূল্য প্রায় ৮ লাখ টাকা।
https://slotbet.online/