• মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ১০:৪৩ অপরাহ্ন
শিরোনাম
মৎস্য বন্দর আলীপুরে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত মহিপুরে মৎস্য ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলা অতিথি পাখির আগমনে মুখরিত কুয়াকাটার চর বিজয় যারা অতীতের আত্মত্যাগ ভুলে গেছে, তারাই আজ লুটতরাজে জড়িয়ে পড়েছে-অধ্যাপক মোস্তাফিজুর রহমান রাজাপুরে সফল জননী পুরষ্কার পেলেন আনোয়ারা খানম বরিশালের হিজলায় যৌথ অভিযানে বেহুন্দী জাল ও ৬ হাজার খুঁটি জব্দ,পুড়িয়ে বিনষ্ট সাংবাদিককে হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত করলো পুলিশ সদস্য বরিশাল নগরীতে হাতপাখা মার্কার সমর্থনে ইসলামী আন্দোলনের গণসংযোগ বরিশাল কাশিপুরে বিএনপি নেতার হামলায় জামায়াতকর্মী গুরুতর জ’খ’ম শেবাচিমে ভর্তি ৮ ডিসেম্বর: বরিশাল মুক্ত দিবস আজ

বরিশালের হিজলায় যৌথ অভিযানে বেহুন্দী জাল ও ৬ হাজার খুঁটি জব্দ,পুড়িয়ে বিনষ্ট

আরাফাত বেপারী, হিজলা / ৬০ পড়া হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫

বরিশালের হিজলা উপজেলার মেঘনা নদীর পট্টির খালে মঙ্গলবার সকালে মৎস্য অধিদপ্তর ও হিজলা কোস্ট গার্ডের যৌথ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ মাছ ধরার জাল ও খুঁটি জব্দ করা হয়েছে।

অভিযানে ৬টি বেহুন্দী জাল এবং মেঘনা নদীর বিভিন্ন স্থানে চর ঘেরা জালে ব্যবহৃত ৪টি ট্রলার থেকে প্রায় ৬ হাজার খুঁটি উদ্ধার করা হয়। পরে জব্দ করা সব জাল ও খুঁটি পুড়িয়ে বিনষ্ট করা হয়।

অভিযানের নেতৃত্ব দেন হিজলা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম এবং কোস্ট গার্ডের কন্টিনজেন্ট কমান্ডার কাজল কুমার নাথ, পিও।

মৎস্য অধিদপ্তর জানায়, অবৈধ বেহুন্দী ও চর ঘেরা জাল ব্যবহার করে নির্বিচারে মাছ ধরায় নদীর প্রজনন পরিবেশ ধ্বংস হয় এবং মা–মাছ ও পোনা নিধনের ফলে মৎস্যসম্পদ ক্ষতিগ্রস্ত হয়। এসব অবৈধ কার্যক্রম দমনে অভিযান আরও জোরদার করা হবে।

জব্দ করা জাল ও খুঁটির আনুমানিক মূল্য প্রায় ৮ লাখ টাকা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/