দেশের সর্ববৃহৎ রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংক সোনালী ব্যাংক লিমিটেডের মিটফোর্ড শাখায় অনুষ্ঠিত হয়েছে এক হৃদয়ছোঁয়া বিদায় ও বরণ অনুষ্ঠান। শাখার প্রিন্সিপাল অফিসার শেখ ওয়াকার আহমেদ বদলি হয়েছেন চকবাজার করপোরেট শাখায়, আর তার স্থলাভিষিক্ত হিসেবে যোগ দিয়েছেন সিনিয়র অফিসার চিন্ময় দাস।
রোববার শাখা প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে বিদায়ী সহকর্মীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান শাখা ব্যবস্থাপক শাজাহান সিরাজ, কর্মকর্তা ইমরানসহ উপস্থিত কর্মকর্তা-কর্মচারীরা।
বিদায়ী বক্তব্যে শেখ ওয়াকার আহমেদ বলেন, মিটফোর্ড শাখা আমার কাছে শুধুই একটি অফিস নয়, এটি আমার পরিবার। সহকর্মীদের সহযোগিতা, ভালোবাসা ও পেশাগত নিষ্ঠা আমাকে অনুপ্রাণিত করেছে। নতুন কর্মস্থলেও সোনালী ব্যাংকের ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখতে চাই।
ঢাকার সদরঘাট প্রিন্সিপাল অফিসে কর্মরত ছিলেন চিন্ময় দাস। তিনি বলেন, এই ঐতিহ্যবাহী শাখায় যোগ দিতে পেরে আমি গর্বিত। অভিজ্ঞ সহকর্মীদের দিকনির্দেশনা নিয়ে সর্বোচ্চ দায়িত্ববোধের সঙ্গে কাজ করতে চাই।
শাখা ব্যবস্থাপক শাজাহান সিরাজ বলেন, সোনালী ব্যাংকের শক্তি আমাদের মানুষ—দক্ষ ও নিবেদিতপ্রাণ কর্মকর্তারা। শেখ ওয়াকার আহমেদ ছিলেন একনিষ্ঠ কর্মকর্তা, তার পেশাদারিত্ব আমাদের প্রেরণা হয়ে থাকবে। একইসঙ্গে চিন্ময় দাসের যোগদান শাখার কার্যক্রমে নতুন উদ্দীপনা আনবে।
দেশের আর্থিক খাতের উন্নয়ন, সরকারি-বেসরকারি খাতে সেবা বিস্তার ও সামাজিক দায়বদ্ধতা কর্মসূচিতে অগ্রণী ভূমিকা রেখে আসছে সোনালী ব্যাংক লিমিটেড। অনুষ্ঠান শেষে বিদায়ী সহকর্মীর হাতে উপহার তুলে দেয়া হয়।
https://slotbet.online/