• সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫, ০৭:০৭ অপরাহ্ন

আমন ধান রোপণে ব্যস্ত উপকুলের কৃষকরা

এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া / ২৫ পড়া হয়েছে
প্রকাশিত : শনিবার, ১৬ আগস্ট, ২০২৫

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার রোপা আমন ধান রোপণে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। গত কয়েক বছরের তুলনায় চলতি মৌসুমে রোপা আমন ধান রোপণে আগ্রহী হয়ে উঠছে চাষিরা। আবহাওয়া অনুকূলে থাকা আর পর্যাপ্ত বৃষ্টিপাতের কারণে সময় মতো ধান রোপণ করার ফলে অনেক কৃষককে এ বছর অন্য ফসল উৎপাদন বাদ দিয়ে আমন ধান রোপণ করতে দেখা গেছে।
কলাপাড়া উপজেলা কৃষি অফিসের তথ্যমতে, চলতি মৌসুমে উপজেলার  ১১ ইউনিয়ন ও ২ টি পৌরসভায় এ বছর ৩০ হাজার ৮৩০ হেক্টর জমিতে রোপা আমনের আবাদ হবে। এরই মধ্যে কৃষকরা জমি তৈরি, বীজতলা থেকে চারা উত্তোলন ও রোপণের কাজ শুরু করেছেন পুরোদমে।এর মধ্যে ১৮ হাজার ৫০০ হেক্টরে ইতোমধ্যে চারা রোপণ সম্পন্ন হয়েছে। কিছুদিনের মধ্যেই শতভাগ রোপণ সম্পন্ন হবে।
সরেজমিনে দেখা গেছে, কোথাও ট্রাক্টর দিয়ে জমি চাষ, কোথাও আগাছা পরিষ্কার, আবার কোথাও দলবদ্ধভাবে চারা রোপণ চলছে। দেশি ধানের পরিবর্তে এখন কৃষকেরা বেশি চাষ করছেন ব্রি ধান-৪৯, ব্রি ধান -৫১ ,ব্রি ধান-৫২ এবং দেশি সাদা মোটা , জিরা বাদামসহ হাইব্রিড জাত।
উপজেলার লতাচাপলী  ইউনিয়নের আছালত পাড়া গ্রামের কৃষক মোস্তফা  হাওলাদার  বলেন, আবহাওয়া অনুকূলে থাকায় এ বছর রোপা আমন ধান রোপণে ব্যস্ত হয়ে পড়েছেন। কম খরচে অধিক উৎপাদন হওয়ায় অনেকেই রোপা আমন ধান চাষে ঝুঁকছে। বৃষ্টি ভালো থাকায় এ বছর কোন সেচের ব্যবস্থা করতে হয়নি।
উপজেলার বিভিন্ন এলাকার মাঠ ঘুরে দেখা যায়, বৃষ্টির পানিতে জমি তৈরির পর কৃষক রোপা আমন ধান রোপণ করছেন। পানি সেচ ছাড়াই বৃষ্টির পানিতে রোপণকৃত চারাও ভালো হয়। এতে তেমন কোনো ঝামেলা পোহাতে হয়নি। বিগত বছরের চেয়ে এবছর রোপা আমন চাষে কৃষকরা ঝুঁকছে।
কলাপাড়া উপজেলা কৃষি  কর্মকর্তা মো,আরাফাত বলেন, বর্ষা মৌসুমে উপজেলার উঁচু এলাকার জমিগুলো অলস পড়ে থাকে। তাই কৃষকদের রোপা আমন ধান রোপণে উৎসাহিত করা হচ্ছে। চলতি মৌসুমে ধানের দাম বেশি পাওয়ায় আমন চাষে আগ্রহী হচ্ছে কৃষক। আবহাওয়া অনুকূলে থাকলে এ বছর এই উপজেলায় আমন ধানের বাম্পার ফলন হবে। তিনি আরো বলেন প্রতিদিন  কৃষকের কাছে কাছে গিয়ে পরামর্শ দেওয়া হচ্ছে। প্রথমদিকে প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকদের সার এবং বীচ প্রদান করা হয়েছে।এ বছর উপজেলায় লক্ষ্যমাত্রার চেয়ে বেশি আমন রোপণ হবে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/