• রবিবার, ২৬ অক্টোবর ২০২৫, ০৯:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
মেহেন্দিগঞ্জে যৌতুকের দাবিতে গৃহবধূ ও শাশুড়িকে পিটিয়ে আহত ফেব্রুয়ারিতে নির্বাচনসহ ৫ দফা দাবিতে বরিশালে ইসলামী আন্দোলনের বিক্ষোভ সমাবেশ ও মিছিল আব্দুল গাফ্ফার তালুকদারের মৃত্যুতে আব্দুস ছাত্তার খানের শোক পিআর পদ্ধতি এবং রাষ্ট্র সংস্কারের দাবিতে বাবুগঞ্জে ইসলামী আন্দোলনের জনসভা খালেদা জিয়ার সুস্থতা কামনায় বরিশালে নারী সমাবেশ ও দোয়া মোনাজাত বরিশাল মহানগর জামায়াতের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ হিজলায় বিএনপি’র পক্ষে ভোট চাইলেন দেওয়ান মোহাম্মদ শহীদুল্লাহ বরিশাল বিএম কলেজে বাকসু নির্বাচনের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ আলেকান্দা সরকারি কলেজ সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ টুঙ্গীবাড়ীয়ায় বিএনপি’র ৩১ দফা রাষ্ট্র কাঠামো লিফলেট বিতরণ

পিআর পদ্ধতি এবং রাষ্ট্র সংস্কারের দাবিতে বাবুগঞ্জে ইসলামী আন্দোলনের জনসভা

স্টাফ রিপোর্টার / ৭ পড়া হয়েছে
প্রকাশিত : শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫

প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার, গণহত্যার বিচার ও সংখ্যানুপাতিক (Proportional Representation – PR) পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে আজ ২৫ অক্টোবর ২০২৫, শনিবার বিকাল ৩টায়, বাবুগঞ্জ ডিগ্রি কলেজ মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশ বাবুগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে এক বিশাল জনসভা সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।

জনসভায় প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য জননেতা অধ্যাপক আশরাফ আলী আকন, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, সংগঠনের বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও বরিশাল- ৩ (বাবুগঞ্জ-মুলাদি) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী উপাধ্যক্ষ মাওলানা সিরাজুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক আশরাফ আলী আকন বলেন, বর্তমান প্রচলিত নির্বাচন ব্যবস্থা জনমতের সঠিক প্রতিফলন ঘটাতে ব্যর্থ হচ্ছে এবং এর ফলে জনগণের অধিকার ক্ষুণ্ন হচ্ছে। তিনি সংখ্যানুপাতিক (PR) নির্বাচন পদ্ধতির দাবি জানান, যেখানে প্রাপ্ত ভোটের হার অনুযায়ী দলগুলো সংসদে আসন লাভ করবে। তিনি জোর দিয়ে বলেন, একটি সুষ্ঠু, গ্রহণযোগ্য ও জবাবদিহিমূলক সরকার গঠনের জন্য রাষ্ট্রের সামগ্রিক সংস্কার, গণঅধিকার প্রতিষ্ঠা ও PR পদ্ধতি অপরিহার্য। তিনি বলেন, এর মাধ্যমেই জনগণের প্রকৃত ম্যান্ডেট প্রতিফলিত হবে এবং দেশে শান্তি ও সুশাসন প্রতিষ্ঠা পাবে।

প্রধান বক্তার বক্তব্যে সংসদ সদস্য পদপ্রার্থী উপাধ্যক্ষ মাওলানা সিরাজুল ইসলাম বলেন, আগামী নির্বাচনে আপনাদের সমর্থন নিয়ে নির্বাচিত হতে পারলে বরিশাল-৩ আসনকে পার্সেন্টিসমুক্ত ঘোষণা করা হবে। এছাড়াও তিনি বাবুগঞ্জ-মুলাদির সংযোগ সেতু দ্রুত বাস্তবায়নের পাশাপাশি বাবুগঞ্জের অবহেলিত ইউনিয়ন আগরপুরের সাথে বাবুগঞ্জ সদরের যোগাযোগ ব্যবস্থা উন্নতি করনের দাবী জানান এবং লাকুটিয়া সড়ক মেরামতের দাবী জানান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সহ-প্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক কে এম শরীয়াতুল্লাহ, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় শ্রমিক কল্যাণ সম্পাদক আলহাজ্ব মুহাম্মাদ নজরুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলা সহ-সভাপতি মাওলানা মুহাম্মাদ জামিলুর রহমান, সদস্য মাস্টার মাহবুবুল হক মানিক, সদস্য মাওলানা ইবরাহীম হুসাইন মৃধা, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলা সভাপতি এম এম সালাউদ্দিন, বাবুগঞ্জ উপজেলা সাবেক সভাপতি শেখ নজরুল ইসলাম মাহবুব।

এছাড়া স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ বাবুগঞ্জ উপজেলা জয়েন্ট সেক্রেটারী হাফেজ মাওলানা রাসেল হোসাইন, সাংগঠনিক সম্পাদক মাওলানা শফিকুল ইসলাম, জাতীয় শিক্ষক ফোরামের বাবুগঞ্জ উপজেলা সভাপতি মাস্টার আবদুস সালাম, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের বাবুগঞ্জ উপজেলা সভাপতি মাওলানা আল আমীন, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশের বাবুগঞ্জ উপজেলা সভাপতি মোঃ রেজাউল করিম রেজা, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ বাবুগঞ্জ উপজেলা সভাপতি হাফেজ মুহাম্মাদ আবদুল্লাহ, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বাবুগঞ্জ উপজেলা সভাপতি মোর্শেদ ইলিয়াস আকন সহ উপজেলা ও ইউনিয়ন নেতৃবৃন্দ।

অনুষ্ঠান সভাপতিত্ব করেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাবুগঞ্জ উপজেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা মুহাম্মদ রহমাতুল্লাহ মাতুব্বর এবং সঞ্চালনা করেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাবুগঞ্জ উপজেলা শাখার সেক্রেটারী মাওলানা মুহাম্মদ শামসুল হক।

​জনসভায় স্থানীয় জনগণ, রাজনৈতিক কর্মী ও সাধারণ ভোটারদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায় এবং বিপুল সংখ্যক মানুষ রাষ্ট্র সংস্কার, গণহত্যার বিচার ও সংখ্যানুপাতিক পদ্ধতির পক্ষে তাদের দৃঢ় সমর্থন ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/