• বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫, ০৭:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
কলাপাড়ায় কৃষক বাজারের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন পটুয়াখালী জেলা প্রশাসক  এ সরকার দেশের স্বার্থ বিক্রি করার জন্য আসেনি : নৌপরিবহন উপদেষ্টা নির্মাণাধীন পাঁচতলা ভবন থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু বর্ণাঢ্য আয়োজনে বরিশালে বাংলানিউজের প্রতিষ্ঠাবার্ষিকী পালন শ্রমিক কল্যাণের উদ্যোগে জুলাই যোদ্ধাদের জন্য দোয়া মাহফিল অসহায়দের স্বাবলম্বী করতে সেলাই মেশিন ও ভ্রাম্যমান কফি মেকার বিতরন এলপি গ্যাসের ১২ কেজি সিলিন্ডারের দাম কমল ৩৯ টাকা সৃষ্টিকর্তাকে নিয়ে আপত্তিকর মন্তব্য : যুবক আটক ‎আবার লাল জুলাই: প্রোফাইলের রঙে জেগে উঠেছে এক বিপ্লবের চেতনা লঘুচাপের প্রভাবে উত্তাল বঙ্গোপসাগর, পায়রা সমুদ্র বন্দরে ০৩ নম্বর ও নদী বন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

একটি দল দেশে সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে : এনসিপি

স্টাফ রিপোর্টার / ৩১ পড়া হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫

দেশে আর কোন পেশী শক্তির রাজনীতি করতে দেওয়া হবেনা বলে হুশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতৃবৃন্দরা।

আজ বৃহস্পতিবার সকাল দশটায় বরিশালে প্রথমবারের মতো জাতীয় নাগরিক পার্টির জেলা সমন্বয় কমিটির পরিচিতি সভায় নেতৃবৃন্দরা আরও বলেছেন, একটি রাজনৈতিক দল দেশে সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে। আগামী জাতীয় নির্বাচনে দেশের জনগণ ভালো মানুষকে বেঁছে নিয়ে ওই সন্ত্রাসী দলকেও ফ্যাসিস্টদের মতো দূরে ঠেলে দিবে বলে শতভাগ বিশ্বাস করছি।

বরিশাল নগরীর সদর রোডের একটি হোটেলের কনফারেন্স রুমে এনসিপি’র দক্ষিণাঞ্চলের সংগঠক আসাদ বিন রনি প্রধান অতিথির বক্তব্যে দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহবান জানিয়ে বিভিন্ন দিক নির্দেশনা দিয়েছেন। একইসাথে এনসিপি’র নাম ব্যবহার করে কেউ অন্যায় করলে তাকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে তুলে দেয়ার হুশিয়ারি দিয়েছেন। পাশাপাশি জাতীয় পার্টিকে আওয়ামী লীগের দোসর উল্লেখ করে তাদের নিষিদ্ধ করারও দাবি করা হয়।

পরিচিতি সভায় এনসিপি’র বরিশাল জেলার প্রধান সমন্বয়কারী ও কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য আবু সাঈদ মুসার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সংগঠনের ঢাকা মহানগর উত্তরের সমন্বয়ক কমিটির সদস্য কাজী সাইফুল ইসলাম সহ অন্যান্যরা।

উল্লেখ্য, গত ৩ জুন এনসিপি’র দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ ও সদস্য সচিব আখতার হোসেন আগামী তিন মাস অথবা আহবায়ক কমিটি গঠনের পূর্ব পর্যন্ত জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বরিশাল জেলা সমন্বয় কমিটির অনুমোদন করেছেন।

ওই কমিটিতে মো. আবু সাঈদ মুসাকে প্রধান সমন্বয়কারী। মো. মাসুম বিল্লাহ, আব্দুল হান্নান শিকদার, ইউসুফ আলী হাওলাদার, এম সাইফুল ইসলাম মুন্সি, আবেদ আহমেদ রনি, প্রফেসর মো. ইদ্রিস আহমেদ, মো. আবু সাঈদ, আরিফ মাহমুদ, অ্যাডভোকেট আবু বকর সিদ্দিক ও মো. তামিমুল হাসানকে যুগ্ন সমন্বয়কারী।

মো. নাজমুল হাসান, সবিত ইসলাম শান্ত, আতিকুর রহমান, শাবনুর আক্তার, নুর এ আলম সিদ্দিকি, মো. হেলাল উদ্দিন, মো. নুর আলম, মো. সালাউদ্দিন, মো. নাহিদ হাসান, মো. আল আমিন, নজরুল ইসলাম, আসিফ আলি ও এইচএম কুতুবকে সদস্য করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বরিশাল জেলা সমন্বয় কমিটি অনুমোদন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/