• রবিবার, ২৬ অক্টোবর ২০২৫, ০৭:২২ পূর্বাহ্ন
শিরোনাম
মেহেন্দিগঞ্জে যৌতুকের দাবিতে গৃহবধূ ও শাশুড়িকে পিটিয়ে আহত ফেব্রুয়ারিতে নির্বাচনসহ ৫ দফা দাবিতে বরিশালে ইসলামী আন্দোলনের বিক্ষোভ সমাবেশ ও মিছিল আব্দুল গাফ্ফার তালুকদারের মৃত্যুতে আব্দুস ছাত্তার খানের শোক পিআর পদ্ধতি এবং রাষ্ট্র সংস্কারের দাবিতে বাবুগঞ্জে ইসলামী আন্দোলনের জনসভা খালেদা জিয়ার সুস্থতা কামনায় বরিশালে নারী সমাবেশ ও দোয়া মোনাজাত বরিশাল মহানগর জামায়াতের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ হিজলায় বিএনপি’র পক্ষে ভোট চাইলেন দেওয়ান মোহাম্মদ শহীদুল্লাহ বরিশাল বিএম কলেজে বাকসু নির্বাচনের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ আলেকান্দা সরকারি কলেজ সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ টুঙ্গীবাড়ীয়ায় বিএনপি’র ৩১ দফা রাষ্ট্র কাঠামো লিফলেট বিতরণ

শেবাচিম হাসপাতালের কর্মকর্তা ও কর্মচারীদের নির্ধারিত পোশাক পরিধানের নির্দেশ

প্রতিনিধি / ১০৫ পড়া হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ৬ মে, ২০২৫

শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সকল কর্মকর্তা ও কর্মচারীদের নির্ধারিত পোশাক পরিধানের নির্দেশ দিয়েছে হাসপাতাল প্রশাসন। আজ মঙ্গলবার হাসপাতালে কর্মরত আউটসোর্সিং কর্মচারীদের মাঝে পোশাক বিতরণ কালে এ নির্দেশ দেন পরিচালক পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. এ কে এম মশিউল মুনীর। তিনি বলেন, হাসপাতালের শৃঙ্খলা ফিরিয়ে আনতে কর্মরত সকল চিকিৎসক, নার্স ও স্টাফদের নির্ধারিত পোশাক পরিধান করতে হবে।

হাসপাতালে কর্মরতরা পোশাক না পড়লে কে চিকিৎসক, কেই বা স্টাফ তা বোঝা যায় না। তাই বহিরাগত, দালাল ও প্রতারক চক্র হাসপাতালে অবাধে প্রবেশের সুযোগ পায় এবং তার অপকর্মে লিপ্ত হয়। এ অবস্থাতে হাসপাতালের সকল কর্মকর্তা ও কর্মচারীদের নির্ধারিত পোশাক পরিধান করতে হবে। তিনি বলেন, নার্সরা তাদের নির্ধারিত পোশাক পরিধান করছেন, পাশাপাশি বেশ কিছু চিকিৎসক পোশাক পরিধান করে কর্মস্থলে আসেন।

কিন্তু ৪র্থ শ্রেণি ও আউটসোর্সিং কর্মচারীরা পোশাক পরিধান না করায় প্রায় সমস্যার সৃস্টি হয়। তাই আজ (মঙ্গলবার) সকল আউটসোর্সিং কর্মচারীদের মাঝে পোশাক বিতরণ করা হয়েছে। দ্রুততার সাথে ৪র্থ শ্রেণির কর্মচারীদের মাঝেও নতুন পোশাক বিতরণ করা হবে। এরপরই হাসপাতালে প্রবেশকারী বহিরাগত, দালাল ও প্রতারক চক্রকে চিহ্নিত করে আইনের আওতায় নেয়া সম্ভব হবে বলে মন্তব্য করেছেন। তিনি আরো বলেন, কর্মরত চিকিৎসক, নার্স, কর্মচারীরা পোশাক পরিধানের পাশাপাশি নির্দিষ্ট পরিচয়পত্র ইস্যু ও ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে।

মঙ্গলবার হাসপাতাল পরিচালকের কার্যালয়ের সামনে আউটসোর্সিং কর্মচারীদের মাঝে পোশাক বিতরণকালে পরিচালক ছাড়াও উপস্থিত ছিলেন উপ-পরিচালক ডা. এস এম মনিরুজ্জামান ও সহকারী পরিচালক (অর্থ ও ভান্ডার) ডা. রেজওয়ানুল আলম রায়হান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/