ঝালকাঠির নলছিটিতে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নলছিটি উপজেলা শাখার বার্ষিক সম্মেলন ও কমিটি গঠন করা হয়েছে। শনিবার (১০ জানুয়ারী) উপজেলা গোরস্থান রোড ঈদগাহ ময়দানে মোঃ আবু মুছা সরদার এর সভাপতিত্বে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এতে পুনরায় মুছা সরদারকে সভাপতি এবং সাহাদাত হোসাইনকে সাধারণ সম্পাদক মনোনীত করে ইসলামী ছাত্র আন্দোলনের এ কমিটি গঠন করা হয়।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঝালকাঠি জেলার উপদেষ্টা ও সংসদ সদস্য পদ-প্রার্থী আলহাজ্ব ডাঃ সিরাজুল ইসলাম সিরাজী।
সম্মেলনে ঝালকাঠি জেলা শাখার ছাত্র আন্দোলন এর সভাপতি মোঃ ওয়ালিউল্লাহ সারদার বিগত সেশনের কমিটি বিলুপ্ত ঘোষণা করেন এবং ২০২৬ সালের নতুন কমিটির সভাপতি সহ-সভাপতি সাধারণ সম্পাদক নিযুক্ত করলে তা সম্মেলনের প্রধান অতিথি ঘোষণা করে শপথ বাক্য পাঠ করান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ইসলামী আন্দোলন বাংলাদেশ নলছিটি উপজেলা শাখার সভাপতি মাওলানা মোঃ শাহজালাল হোসাইন, সেক্রেটারি মাওলানা মাইনুল ইসলাম এবং ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মোঃ আলাউদ্দিন খান কাঞ্চন সহ উপজেলা ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।