• শনিবার, ২৫ অক্টোবর ২০২৫, ০৯:০৬ অপরাহ্ন

টাইফয়েড টিকা নিয়ে গুজব ছড়ানো যাবে না: বিভাগীয় কমিশনার

স্টাফ রিপোর্টার / ৩২ পড়া হয়েছে
প্রকাশিত : বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫

বরিশালের বিভাগীয় কমিশনার মোঃ রায়হান কাওছার বলেছেন, টাইফয়েড টিকা হালাল। মালয়েশিয়া, পাকিস্তান, ইন্দোনেশিয়াসহ বিশ্বের অনেক মুসলিম দেশ এই টিকা গ্রহণ করেছে। এই টিকা টাইফয়েড জ্বর প্রতিরোধে অত্যন্ত কার্যকর। তাই টিকা নিয়ে কোন প্রকার গুজব ছড়ানো যাবে না। এক্ষেত্রে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।
শিশু ও কিশোর-কিশোরীদের উন্নয়নে সচেতনতামূলক প্রচার প্রকল্পের অংশ হিসেবে বরিশাল বিভাগীয় পর্যায়ে গণমাধ্যমকর্মী ও সাংবাদিকদের সাথে টাইফয়েড ক্যাম্পেইন ২০২৫ নিয়ে পরামর্শ সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
আজ (বুধবার) বরিশাল জেলা প্রশাসকের কার্যালয়ে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের আয়োজনে পরামর্শ সভাটি অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি বলেন, টাইফয়েড টিকা অত্যন্ত নিরাপদ ও কার্যকর। এই টিকা গর্ভকালীন জটিলতা, প্রজনন ক্ষমতা হ্রাস কিংবা সন্তান ধারণে কোন প্রকার প্রতিবন্ধকতা সৃষ্টি করে না বরং এটি টাইফয়েড জ্বর হতে সুরক্ষিত রাখে। টিকা গ্রহণে দুশ্চিন্তার কোন কারণ নেই।
তিনি বলেন, এইচপিভি টিকা ক্যাম্পেইনে বরিশাল সারা দেশে প্রথম স্থান লাভ করে। এই সফলতার পেছনে বরিশালের গণমাধ্যমকর্মীদের ব্যাপক অবদান রয়েছে। তারা টিকা বিষয়ে জনগণের মাঝে ইতিবাচক সংবাদ তুলে ধরেন। সেই ধারাবাহিকতায় এবারের টাইফয়েড টিকা ক্যাম্পেইনকে সফল করতে সাংবাদিকরা এগিয়ে আসবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের মহাপরিচালক মুহম্মদ হিরুজ্জামানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন রেঞ্জ ডিআইজি মোঃ মঞ্জুর মোর্শেদ আলম, বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডাঃ শ্যামল কৃষ্ণ মণ্ডল, জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন ও ইউনিসেফ বরিশালের চিফ ফিল্ড অফিসার আনোয়ার হোসেন। এসময় সিভিল সার্জন ডাঃ এস.এম. মনজুর-এ-এলাহী, জেলা তথ্য অফিসের পরিচালক মোহাম্মদ ওমর ফারুক দেওয়ান, বরিশাল বেতারের আঞ্চলিক পরিচালক ড. মোহাম্মদ হারুন অর রশিদ, আঞ্চলিক তথ্য অফিসের সিনিয়র তথ্য অফিসার মোঃ আহসান কবীরসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি ও বরিশাল বিভাগের বিভিন্ন গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/