• শনিবার, ২৫ অক্টোবর ২০২৫, ০১:২৭ পূর্বাহ্ন

ভোলায় নিষেধাজ্ঞা উপেক্ষা করে নদীতে মাছ ধরায় ১৩ জেলে আটক, অবৈধ জাল ও মাছ জব্দ

এইচ আর সুমন , ভোলা / ১৯ পড়া হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫

নিষেধাজ্ঞা উপেক্ষা করে মেঘনা ও তেঁতুলিয়া নদীতে মাছ ধরায় ভোলার চরফ্যাসনে মৎস্য বিভাগ অভিযান চালিয়ে ১৩ জেলেকে আটক করা হয়েছে। এসময় ২৫ হাজার মিটার জাল ও ২০ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়েছে।

চরফ্যাসন উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপু জানান, পুলিশ ও কোষ্টগার্ডের সহায়তা মৎস্য বিভাগ গত ২৪ ঘন্টায় ভোলার চরফ্যাসনের বিভিন্ন এলাকার মেঘনা ও তেঁতুলিয়া নদীতে অভিযান চালিয়ে ১৩ জেলেকে আটক করে। এদের মধ্যে একজন কে ৭ দিনের কারাদণ্ড দেয়া হয়। এছাড়া নিয়মিত মামলায় ৩ জনকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। অপ্রাপ্তবয়স্ক হওয়ায় ৯জনকে মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়।
এদিকে জব্দকৃত ২৫ হাজার মিটার জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে এবং জব্দকৃত ইলিশ মাছ ৩ টি এতিমখানায় বিতরণ করা হয়।

উল্লেখ্য, মা ইলিশ সংরক্ষণে ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত দেশের উপকূলীয় এলাকায় সব ধরনের মাছ ধরা, বিক্রি, পরিবহন ও বাজারজাতকরণ নিষিদ্ধ করেছে সরকার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/