তিনি বলেন, ‘টাইফয়েডের টিকা ক্যাম্পেইন সফল করতে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। গুজব ও অপপ্রচার রোধে সহায়তা করা এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সঠিক তথ্য প্রচারে সাংবাদিকদের এগিয়ে আসার আহ্বান জানাই।’
সিভিল সার্জন ডা. এস এম মঞ্জুর এ এলাহি বলেন, ‘টাইফয়েড টিকা টাইফয়েড জ্বরের বিস্তার রোধে কার্যকর ও জীবন রক্ষায় সহায়ক।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার ২০১৯ সালের তথ্য অনুযায়ী, প্রতি বছর বিশ্বে প্রায় ৯০ লাখ মানুষ টাইফয়েডে আক্রান্ত হন, যার মধ্যে ১ লাখ ১০ হাজারের বেশি মারা যান। বাংলাদেশের পরিস্থিতি বিশ্বে তুলনামূলকভাবে বেশি; ২০২১ সালে দেশে ৪ লাখ ৭৮ হাজার জন টাইফয়েডে আক্রান্ত হয়, মারা যায় ৮ হাজার, যার ৬৮% শিশু।
আগামী ১২ অক্টোবর থেকে মাসব্যাপী এ ক্যাম্পেইন শুরু হবে। বরিশাল জেলায় ৬ লাখ ৯৮ হাজার এবং সারা দেশে ৫ কোটি শিশুকে বিনামূল্যে টিকা দেয়া হবে। ১৫ বছর বয়স পর্যন্ত সব শিশু এই টিকার আওতায় থাকবে এবং টিকা নেয়ার জন্য অনলাইনে নিবন্ধন করতে হবে।
কর্মশালায় বরিশাল প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম খসরু ও সাংবাদিক ইউনিয়নের সভাপতি আযাদ আলাউদ্দীনসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।






