বরিশালের হিজলায় “ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প” এর আওতায় ইলিশের প্রধান প্রজনন মৌসুমে নিষিদ্ধকালীন সময়ে আইন বাস্তবায়ন জোরদার করার লক্ষ্যে উপজেলা টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (তারিখ উল্লেখযোগ্য হলে যোগ করা যাবে) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন হিজলা উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ ইলিয়াস সিকদার।
আয়োজন করে সিনিয়র উপজেলা মৎস্য অফিসারের কার্যালয় ও উপজেলা প্রশাসন, হিজলা। সভায় ইলিশের প্রজনন মৌসুমে জাটকা ও মা ইলিশ আহরণ, পরিবহন, বিপণন ও মজুত রোধে কঠোর নজরদারি, ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, সচেতনতা বৃদ্ধির উদ্যোগ ও আইন অমান্যকারীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি, স্থানীয় জনপ্রতিনিধি, জেলে প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, ইলিশ বাংলাদেশের জাতীয় মাছ ও দেশের অন্যতম প্রধান সম্পদ। টেকসই ইলিশ উৎপাদন নিশ্চিত করতে সরকার ঘোষিত নিষিদ্ধকালীন সময় সবাইকে মেনে চলতে হবে।
https://slotbet.online/