• শনিবার, ২৫ অক্টোবর ২০২৫, ০৯:১১ অপরাহ্ন

পিআরসহ ৫ দফা দাবীতে বরিশাল জেলার উপজেলাগুলোতে গণমিছিল অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার / ৫১ পড়া হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫

 

দেশ থেকে স্বৈরতন্ত্রের স্থায়ী বিলোপ নিশ্চিত করতে জুলাই সনদের ভিত্তিতে পিআর পদ্ধতিতে নির্বাচন দিতেই হবে-ইসলামী আন্দোলন বাংলাদেশ

জুলাই সনদের আইনীভিত্তি নিশ্চিত করা, গণহত্যার বিচার, ফ্যাসিবাদের দোসরদের বিচারের আওতায় আনা ও বিচারকালীন কার্যক্রম নিষিদ্ধ করা, নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা এবং পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচনের দাবীতে যুগপৎ আন্দোলনের কর্মসূচির অংশ হিসেবে আজ ২৬ জুলাই দেশের সকল জেলা, উপজেলার অংশ হিসেবে বরিশাল জেলার ১০টি থানায় বিক্ষোভ মিছিল যথাক্রমে আগৈলঝাড়া,গৌরনদী, বানরীপাড়া, উজিরপুর, বাবুগঞ্জ, মুলাদী, হিজলা, মেহেন্দিগঞ্জ, কাজিরহাট ও বাকেরগঞ্জ অনুষ্ঠিত হয়েছে।

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর আহুত এই কর্মসূচিতে দেশের প্রান্তিক মানুষের মতামত ঘোষিত হয়েছে, সারাদেশের মানুষ একত্রে এই পাঁচদফার প্রতি সমর্থন জানিয়েছে।

গণমিছিল পূর্ব সমাবেশে বক্তাগন বলেন, জুলাই গণ অভ্যুত্থান কেবল সরকার পরিবর্তনের জন্য হয় নাই বরং দেশ থেকে স্থায়ীরুপে স্বৈরতন্ত্রকে বিলোপ করার বাসনা থেকেই ছাত্র-জনতা রাজপথে নেমে এসেছিলো এবং অকাতরে জীবন দিয়েছে। তাই জুলাই পরবর্তী বন্দোবস্ত অবশ্যই স্বৈরতন্ত্র প্রতিরোধক হতে হবে। সেজন্য পিআর হচ্ছে সবচেয়ে কার্যকর পদ্ধতি। তাই আগামী নির্বাচন অবশ্যই পিআরে হতে হবে। যারা পিআর সস্পর্কে মিথ্যাচার করছেন তারা সুপ্ত ও সম্ভব্য ফ্যাসিবাদ হিসেবেই জাতির কাছে বিবেচিত হবেন।

বক্তাগণ জুলাই সনদের আইনী ভিত্তি নিশ্চিত করার তাকিদ দেন এবং ফ্যাসিবাদ ও তাদের দোসরদের দ্রুত দৃশ্যমান করতে হবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/