• শনিবার, ২৫ অক্টোবর ২০২৫, ০১:৪৩ পূর্বাহ্ন

ভাষানচর কল্যাণ সমিতির ত্রিবার্ষিক সভা ও কমিটি গঠন

খবর বিজ্ঞপ্তি / ২০৪ পড়া হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫

 

আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হলো ভাষানচর কল্যাণ সমিতির ত্রিবার্ষিক সভা। শুক্রবার সন্ধ্যা ৬টায় রাজধানীর একটি কনভেনশন হলে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় আগামী ২০২৫-২৭ মেয়াদের জন্য ৩৫ সদস্যের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়।
২০২৫-২৭ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটিতে এম আবদুর রশীদকে সভাপতি, এ কে আজাদকে সিনিয়র সহ-সভাপতি ও আবুল কালাম আজাদকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
সমিতির পাঠানো বিজ্ঞপ্তিতে জানা গেছে, সভাপতি এম আবদুর রশীদ শুভেচ্ছা বক্তব্য দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন। পরে সমিতির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ বিগত সাধারণ সভার কার্যবিবরণী ও গত মেয়াদের বিভিন্ন সামাজিক ও কল্যাণমূলক কার্যক্রমের সারসংক্ষেপ উপস্থাপন করেন, যা সভায় সর্বসম্মতিতে অনুমোদিত হয়।
অনুষ্ঠানে সমিতির প্রতিষ্ঠাতা সদস্য, বর্তমান কার্যনির্বাহী কমিটি, প্রবাসী সদস্য, শিক্ষক, সাংবাদিক, চিকিৎসক, প্রকৌশলী ও ব্যবসায়ীসহ ৫০০ জন উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা ভাষানচর কল্যাণ সমিতির সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
এরপর সমিতির আগামী ২০২৫-২৭ মেয়াদের জন্য ৩৫ সদস্যের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়। পাশাপাশি সমিতির উন্নয়নমূলক কর্মকাণ্ড আরো গতিশীল করতে কিছু প্রস্তাবনা উপস্থাপন, সমিতির উত্তরোত্তর অগ্রগতি, দেশ-সমাজের মঙ্গল কামনা করা হয়। উপস্থিত সদস্যদের নৈশভোজের আমন্ত্রণ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন সমিতির সভাপতি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/