বরিশালের বিভিন্নস্থানে অভিযান চালিয়ে আওয়ামী লীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের চার নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার দিবাগত গভীর রাত থেকে আজ মঙ্গলবার দুপুর পর্যন্ত বরিশাল মেট্রোপলিটন কোতয়ালী মডেল থানা ও গোয়েন্দা (ডিবি) পুলিশ পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার বিকেলে গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরন করা হয়েছে।
অভিযানে অংশ নেয়া কোতয়ালী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মানিক চন্দ্র সাহা তথ্যের সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, গ্রেপ্তারকৃত চারজনের মধ্যে একজন জুলাই অভ্যুত্থানে হামলা মামলার এজাহারভুক্ত আসামি।
গ্রেপ্তারকৃতরা হলো-মহানগর আওয়ামী লীগের সদস্য ও বরিশাল-পটুয়াখালী বাস মালিক সমিতির সাবেক সভাপতি মমিন উদ্দিন কালু, ছাত্রলীগ কর্মী অন্তু ইসলাম, রাব্বি হোসেন এবং ছবির উদ্দিন।
এরমধ্যে মমিন উদ্দিন কালু জুলাই অভ্যুত্থানে হামলা মামলার এজাহারভুক্ত আসামি।
বরিশাল কোতয়ালী মডেল থানার অফিসার ওসি মিজানুর রহমান বলেন, নিয়মিত অভিযানের অংশ হিসেবে সোমবার গভীর রাত থেকে মঙ্গলবার দুপুর পর্যন্ত নগরীর টিয়াখালী, হাটখোলা এবং আমতলার মোড় এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
এসময় ওইসব এলাকা থেকে আওয়ামী লীগ এবং ছাত্রলীগের নেতাকর্মীদের গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতদের জুলাই অভ্যুত্থান পরবর্তী দায়ের হওয়া রাজনৈতিক মামলায় গ্রেপ্তার দেখিয়ে মঙ্গলবার বিকেলে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।
https://slotbet.online/