প্রয়াত সেনা কর্মকর্তা ও সাবেক শিক্ষক বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলামের জীবনী কর্ম ও অবদান নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয় রাজধানীর মিরপুরের একটি অডিটোরিয়ামে।
বরিশালের হিজলা উপজেলা কল্যাণ সমিতির আয়োজনে অনুষ্ঠানে বক্তারা বলেন, মরহুম সিরাজুল হক দেশের প্রতি সবসময়ই ছিলেন আন্তরিক। একারণে পাকিস্তান সেনাবাহিনীর কর্মকর্তা হয়েও বাংলাদেশের স্বাধীনতার জন্য জীবন বাজি রেখে যুদ্ধ করেছেন। স্বাধীনতা পরবর্তী সময়েও দেশের জন্য তার অবদান অবিস্মরণীয়।
শিক্ষকতার পাশাপাশি সাংস্কৃতিক কর্মকাণ্ডের স্মৃতিচারণ করেন কর্নেল (অব.) আলাউদ্দিন।
পরিবারের পক্ষ থেকে তার ছেলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কামরুল হক মরহুমের আরও কিছু কর্মময় অধ্যায় তুলে ধরেন। ধর্মীয়, শিক্ষা প্রতিষ্ঠান ও হাসপাতালসহ মানবসেবায় সিরাজুল হকের অবদান স্মরণ করেন সংগঠনের সভাপতি মেজর অব. মোজাম্মেল হকসহ অন্যান্য বক্তা।
জিএম তসলিমের সঞ্চালনায় অনুষ্ঠানে পরিবারের সদস্য, শুভাকাঙ্ক্ষী, সংগঠনের সদস্যরা উপস্থিত থেকে মরহুমের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
https://slotbet.online/