• শনিবার, ২৫ অক্টোবর ২০২৫, ০৪:১৩ পূর্বাহ্ন

থাইল্যান্ডের নতুন প্রধানমন্ত্রী অনুতিন চার্নভিরাকুল

দর্পন ডেস্ক / ৪৪ পড়া হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫

থাইল্যান্ডের নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন ডানপন্থী ভূমজাইথাই পার্টির নেতা অনুতিন চার্নভিরাকুল। এ নিয়ে দুই বছরে তৃতীয়বারের মতো নতুন প্রধানমন্ত্রী পেলো দেশটি। খবর আল জাজিরা।

গত সপ্তাহে আদালতের রায়ে সাবেক প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রার পদচ্যুতির পর ৫৮ বছর বয়সী এ রাজনীতিক তার স্থলাভিষিক্ত হলেন। শুক্রবারের পার্লামেন্ট নির্বাচনে অনুতিন ৩১১ ভোট পেয়েছেন। আগামী কয়েক দিনের মধ্যে রাজা মাহা বাজিরালংকর্নের আনুষ্ঠানিক অনুমোদনের পর তিনি ও তার সরকার দায়িত্ব গ্রহণ করবেন।

অনুতিনের এ জয় সিনাওয়াত্রা পরিবারের জন্য আরেকটি রাজনৈতিক ধাক্কা। ২০২৩ সালের সাধারণ নির্বাচনের পর থেকে এ পরিবারের ফিউ থাই পার্টি সরকারের শীর্ষ পদ দখল করে রেখেছিল। কিন্তু সম্প্রতি একটি ফোন কল ফাঁসের জেরে এ পরিবারের উত্তরসূরি পেতংতার্নকে প্রধানমন্ত্রী পদ থেকে বহিষ্কার করা হয়। গত সপ্তাহে আদালতের দেয়া রায়ও তার বিপক্ষে যায়।

নতুন প্রধানমন্ত্রী নির্বাচনে আজ থাইল্যান্ডের পার্লামেন্টে ভোট অনুষ্ঠিত হয়। এতে পার্লামেন্টের নিম্নকক্ষের অর্ধেকেরও বেশি ভোট পেয়ে প্রধানমন্ত্রী নির্বাচিত হন অনুতিন।

এর আগে উপপ্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন অনুতিন। তবে তিনি সবচেয়ে বেশি পরিচিত ২০২২ সালে গাঁজা আইনসিদ্ধ করার প্রতিশ্রুতি পূরণের জন্য।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/