• শনিবার, ২৫ অক্টোবর ২০২৫, ০৯:১১ অপরাহ্ন

হিজলায় অবৈধ বালু উত্তোলনের সময় জনতার হাতে ড্রেজার আটক

হিজলা প্রতিনিধি / ৪৪ পড়া হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫

বরিশালের হিজলা উপজেলায় অবৈধভাবে নদী থেকে বালু উত্তোলনের সময় স্থানীয় জনতা একটি ড্রেজার আটক করেছে। বৃহস্পতিবার রাতে উপজেলার হরিনাথপুর ইউনিয়নের চর আবুপুর এলাকায় জয়ন্তী নদীর তীরবর্তী স্থানে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে উপজেলা যুবদলের এক শীর্ষ নেতার আশীর্বাদপুষ্ট স্থানীয় যুবদল নেতা দিদার খানের নেতৃত্বে ওই এলাকায় নিয়মিত বালু উত্তোলন হচ্ছিল। স্থানীয় বাসিন্দা মোতাহার বেপারীর অভিযোগ, গত বছরের ৫ আগস্টের পর ঢাকা থেকে গ্রামে এসে দিদার খান নানা অপকর্মে জড়িয়ে পড়ে। ক্ষমতার অপব্যবহার করে তিনি ও তার সহযোগীরা—কবির মৃধা, এমরান মৃধা, রুবেল হাওলাদার, বিল্লাল খান ও রাসেল মোল্লা—নিয়মিতভাবে নদী থেকে অবৈধভাবে বালু তুলে আসছিলেন।

এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে বৃহস্পতিবার রাতে স্থানীয়রা ধাওয়া দিলে কয়েকটি ড্রেজারের মালিক পালিয়ে যেতে সক্ষম হলেও একটি ড্রেজার জনতা আটক করে। খবর পেয়ে হিজলা থানা নৌ পুলিশের এসআই আব্দুর রহমানের নেতৃত্বে একটি দল ঘটনাস্থল থেকে ড্রেজারটি উদ্ধার করে।

হিজলা থানা নৌ পুলিশের ইনচার্জ গৌতম চন্দ্র দাস জানান, “ড্রেজারটি অবৈধভাবে বালু উত্তোলনের সময় এলাকাবাসী আটক করে আমাদের কাছে হস্তান্তর করেছে। আমরা এ বিষয়ে একটি জিডি করেছি এবং মালিকানা শনাক্ত না হওয়ায় কোর্টকে অবহিত করব। আদালতের নির্দেশ অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/