• শনিবার, ২৫ অক্টোবর ২০২৫, ০৯:০৬ অপরাহ্ন

দোকান ঘর নিয়ে খালের মধ্যে উল্টে পরেছে যাত্রীবাহি পরিবহন

হাসান মাহমুদ, গৌরনদী / ৭০ পড়া হয়েছে
প্রকাশিত : সোমবার, ৪ আগস্ট, ২০২৫

ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার বার্থী বাসষ্ট্যান্ড সংলগ্ন এলাকায় যাত্রীবাহি একটি পরিবহন নিয়ন্ত্রন হারিয়ে মহাসড়কের পাশের একটি দোকান ঘর নিয়ে খালের মধ্যে উল্টে পরেছে।

এতে কমপক্ষে ১০ জন আহত হয়েছে। গুরুত্বর আহত চারজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে স্থানীয় ফায়ার সার্ভিসের কর্মীরা। ঘটনাটি ঘটেছে সোমবার (৪ আগস্ট) ভোর ছয়টার দিকে।

তথ্যের সত্যতা নিশ্চিত করে গৌরনদী হাইওয়ে থানার ওসি মো. আমিনুর রহমান বলেন, ময়মন‌সিংহ থেকে ব‌রিশালগামী শা‌মিম এন্টারপ্রাইজ (ময়মনসিংহ ব-১৫-০১৭৮) নামের একটি যাত্রীবাহি প‌রিবহন ভোর ছয়টার দিকে বেপরোয়াগতিতে দুর্ঘটনাস্থল অতিক্রমকালে মহাসড়কের পাশের দোকানঘর নিয়ে খালের মধ্যে পরে যায়।

খবর পেয়ে গৌরনদী ফায়ার সার্ভিসের কর্মী ও হাইওয়ে থানা পুলিশ তাৎক্ষনিক ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন। ওসি আরও জানান, দুর্ঘটনাকবলিত পরিবহনটি উদ্ধারের চেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/