• শনিবার, ২৫ অক্টোবর ২০২৫, ০১:৫৬ পূর্বাহ্ন

আটঘর কুড়িয়ানায় মোবাইল কোর্ট পরিচালনা

পিরোজপুর প্রতিনিধি / ৮৪ পড়া হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ১ আগস্ট, ২০২৫

নেছারাবাদের ঐতিহ্যবাহী পর্যটন এলাকা আটঘর কুড়িয়ানায় পরিবেশ রক্ষায় মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

শুক্রবার (১ আগস্ট) এই অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রায়হান মাহমুদ।

অভিযান চলাকালে পর্যটন এলাকার পরিবেশ বিরূপভাবে প্রভাবিত করছে এমন উচ্চ শব্দযুক্ত কয়েকটি লাউডস্পিকার জব্দ করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, পর্যটকদের জন্য একটি শান্ত, স্বাভাবিক ও মনোরম পরিবেশ নিশ্চিত করতেই এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

প্রতিদিন হাজারো পর্যটক দেশের বিভিন্ন অঞ্চল থেকে ভাসমান পেয়ারা হাট ও বাগান দেখতে আসেন। কিন্তু সম্প্রতি কিছু অসচেতন ব্যক্তি উচ্চ শব্দে গান-বাজনা চালিয়ে পরিবেশ নষ্ট করছিলেন। এমন পরিস্থিতিতে পরিবেশ সংরক্ষণের স্বার্থে প্রশাসন এই অভিযান চালায়।

অভিযানকালে দর্শনার্থীদের সচেতন করা হয় যাতে তারা পরিবেশবান্ধব আচরণ করেন এবং সরকারি নির্দেশনা মেনে চলেন। ম্যাজিস্ট্রেট রায়হান মাহমুদ জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী ও পর্যটকদের পরিবেশ রক্ষায় দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/