• শনিবার, ০১ নভেম্বর ২০২৫, ১২:৩৬ পূর্বাহ্ন

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগর এর দোয়া মাহফিল অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার / ৫৫ পড়া হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫

মাইলস্টোন কলেজে মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহতদের মাগফিরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনায় ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ- বরিশাল মহানগর এর দোয়া মাহফিল অনুষ্ঠিত।

আজ ২৪ জুলাই’ ২৫ ইং বূহস্পতিবার , বাদ জোহর ,র‌ওযাতুল জান্নাত মাদানিয়া আলিয়া মাদরাসা অডিটোরিয়ামে, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-বরিশাল মহানগর এর উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগর সভাপতি গাজী মুহাম্মাদ রেদোয়ান এর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক গাজী মুহাম্মাদ ত্বলহা হাসান এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে দোয়া মুনাজাত পরিচালনা করেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর সাবেক কেন্দ্রীয় দাওয়াহ ও দফতর সম্পাদক গাজী মুহাম্মাদ আলী হায়দার।

সভাপতির বক্তব্যে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগর সভাপতি গাজী মুহাম্মাদ রেদোয়ান বলেন,সরকারকে মাইলস্টোন কলেজে দূর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে দাঁড়াতে হবে এবং আহতদের সকলের সুচিকিৎসা নিশ্চিত করতে হবে, প্রয়োজনে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর ব্যবস্থা গ্রহণের দাবী জানান। শহীদ পরিবার ও আহতদের প্রতি গভীর সহানুভূতি প্রকাশ করে মর্মান্তিক দুর্ঘটনায় নিহতদের মাগফিরাত, শাহাদাত এর মর্যাদা ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করছেন।

এ সময় উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগর অর্থ ও কল্যাণ সম্পাদক মুহাম্মাদ রহমাতুল্লাহ, রওজাতুল জান্নাত মাদানিয়া আলিয়া মাদরাসা শাখা সভাপতি মুহাম্মাদ জুম্মান হোসেন প্রমুখ।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/