• শনিবার, ২৫ অক্টোবর ২০২৫, ০৯:০৬ অপরাহ্ন

গৌরনদীতে দুই দলিল লেখকের কারাদন্ড

হাসান মাহমুদ, গৌরনদী / ৪৭ পড়া হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫

বরিশালের গৌরনদীতে পর্চা জালিয়াতির অভিযোগে বৃহস্পতিবা দুপুরে দুই দলিল লেখককে ভ্রাম্যমান আদালত চালিয়ে তিন মাসের কারাদন্ড এবং পাঁচশ’ টাকা করে জরিমানা করা হয়েছে। দন্ডপ্রাপ্তরা হলেন- গৌরনদী সাব রেজিষ্ট্রি অফিসের তালিকাভুক্ত দলিল লেখক ও মধ্য হোসনাবাদ এলাকার মহসিন উদ্দিনের ছেলে মো. ইমন (৪০) এবং দলিল লেখক ও পিঙ্গলাকাঠী গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে মাহমুদ হাসান সজল।
ভূমি অফিস সূত্রে জানা গেছে, নলচিড়া ইউনিয়ন পরিষদের সাবেক সংরক্ষিত সদস্যা সাবিনা ইয়াসমিন তার জমির রেকর্ড সংশোধনের জন্য ভূমি অফিসে আবেদন করেন। আবেদনের সঙ্গে সংশ্লিষ্ট মাঠ পর্চা ভূয়া হওয়ায় ওই নারীকে জিজ্ঞাসাবাদ করা হয়। এসময় সে (সাবিনা) ভূয়া পর্চা তৈরির জন্য দুই দলিল লেখককে দায়ী করে লিখিত অভিযোগ করেন।
সাবেক ইউপি সদস্যা সাবিনা ইয়াসমিন জানান, জমির রেকর্ড সংশোধনের জন্য দলিল লেখকদের সঙ্গে আলোচনা করি। পরবর্তীতে তারা আমার কাছ থেকে দুই হাজার টাকা নিয়ে পর্চা বানিয়ে দেয়। পরবর্তীতে ওই পর্চা দিয়ে রেকর্ড সংশোধনের আবেদন করি। তারা যে ভূয়া পর্চা বানিয়ে দিয়েছে তা আমার জানা ছিলোনা।
তথ্যের সত্যতা নিশ্চিত করে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রাজিব হোসেন জানিয়েছেন, ওই নারীর আবেদনের প্রেক্ষিতে ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য দুই দলিল লেখককে আমার অফিসে ডেকে আনা হয়। এসময় তারা সাব-রেজিষ্টার এবং দলিল লেখক সমিতির সভাপতির সামনেই ভূয়া পর্চা তৈরির দায় স্বীকার করে। পরে ভ্রামামান আদালতের মাধ্যমে উভয়কে জেল-জরিমানা করা হয়।
গৌরনদী মডেল থানার নবাগত ওসি মো. তরিকুল ইসলাম জানিয়েছেন, দুই দলিল লেখক থানায় আটক আছেন। দন্ডের কাগজপত্র হাতে পেলে আটককৃতদের জেলহাজতে প্রেরণ করা হবে।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/