• শনিবার, ২৫ অক্টোবর ২০২৫, ০১:৪২ পূর্বাহ্ন

ভোলায় বৈরী আবহাওয়া : ফের ১০টি নৌ-রুটে লঞ্চ চলাচল বন্ধ

এইচ আর সুমন , ভোলা / ৮২ পড়া হয়েছে
প্রকাশিত : সোমবার, ১৪ জুলাই, ২০২৫

মৌসুমী বায়ুর প্রভাবে উপকূলীয় দ্বীপ জেলা ভোলায় আবারও বৈরী আবহাওয়া বিরাজ করছে। আজ সোমবার থেকে সমুদ্রে ৩ নম্বর সতর্ক সংকেত জারি করা হয়েছে। এর ফলে ভোলা-লক্ষীপুরসহ ১০ নৌ রুটে লঞ্চ চলাচল বন্ধ ঘোষনা করা হয়েছে।

এদিকে গতকাল মধ্যরাত থেকে একটানা মুষলধারে বৃষ্টি হচ্ছে। গত ২৪ ঘন্টায় ভোলায় ৪৩.৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

এদিকে এদিকে বিআইডব্লিউটিএর ভোলা নদী বন্দরের পরিবহন পরিদর্শক কর্মকর্তা মোঃ জসিম উদ্দিন জানিয়েছেন, টানা ৭ দিন পর গত বৃহস্পতিবার অভ্যন্তরীণ রুটে লঞ্চ ও সি-ট্রাক চলাচল শুরু হলেও আজ সোমবার সমুদ্রে ৩ নম্বর সতর্ক সংকেত জারি হওয়ায় ফের ভোলা জেলার ইলিশা থেকে লক্ষীপুর, মনপুরা-ঢাকাসহ অভ্যন্তরীণ ১০টি নৌ-রুটে যাত্রীবাহী লঞ্চ ও সি-ট্রাক চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। লঞ্চ ও সি-ট্রাক চলাচল বন্ধ থাকায় যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন। তবে ভোলা-ইলিশা রুটে ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে।

ভোলা আবহাওয়া অফিসের দায়িত্বরত কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান জানান, গত ২৪ ঘন্টায় ভোলায় ৪৩.৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/