• শনিবার, ২৫ অক্টোবর ২০২৫, ০৯:১৮ অপরাহ্ন

বজ্রপাতে মায়ের সামনে মৃত্যু কিশোরের

হাসান মামুন, পিরোজপুর / ৭০ পড়া হয়েছে
প্রকাশিত : বুধবার, ২১ মে, ২০২৫

পিরোজপুরের মঠবাড়িয়ায় বজ্রপাতে মায়ের সামনে মো. শাকিল আকন নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। বুধবার বেলা ১১টার দিকে উপজেলার টিকিকাটা ইউনিয়নের ভেচকি গ্রামে এ বজ্রপাত হয়। নিহত শাকিল আকন (১৭) উপজেলার টিকিকাটা ইউনিয়নের ভেচকি গ্রামের মো. ইউসুফ আকনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আকাশ মেঘলা দেখে বৃষ্টির আশঙ্কায় শাকিল আকন তার বসতবাড়ির উত্তর পাশের জমিতে বেঁধে রাখা গরু আনতে যায়। এসময় মা শারমিন আক্তার ওই জমিতেই মুগের ডাল তুলছিলেন। হঠাৎ বজ্রপাত হলে মায়ের সামনেই মাঠের মধ্যে মৃত্যু হয় শাকিলের। পরে স্থানীয়রা মরদেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) মো. ফেরদৌস বলেন, শাকিল আকন নামে এক কিশোরকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। বজ্রপাতের কারণে তার মৃত্যু হয়েছে।

মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, টিকিকাটা ইউনিয়নের ভেচকি গ্রামে বজ্রপাতে মায়ের সামনে শাকিল আকন নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পারিবারিকভাবে মরদেহ দাফন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/