অসাধারণ ব্যক্তিত্ব ও দায়িত্বপরায়ন একজন পুলিশ অফিসার যিনি জুলাই পরবর্তী উদ্ভূত পরিস্থিতিতে ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে যোগদানের পর থেকে সফলতার সাথে একটি থানার আইন-শৃঙ্খলা ভালো রেখে শান্তি বজায় রাখার দৃষ্টান্ত স্থাপন করেছেন।
তিনি কাজিরহাট থানার অফিসার ইনচার্জ ওসি মিজানুর রহমান।
তার যোগদানের পর থেকে কাজিরহাট থানায় কোন ব্যক্তি আইনের আশ্রয় নিয়েছেন এবং তিনি এই অফিসারের রেসপন্স পাননি এমন নজির নেই। জনসাধারণের সেবায় একজন পুলিশ অফিসার কতটা নিয়োজিত থাকেন তার দৃষ্টান্ত স্থাপন করেছেন এই ওসি মিজান।
আজ রাত তিনটায় তিনি তার টিম নিয়ে থানা এলাকার আন্ধারমানিক ইউনিয়নে আইন-শৃঙ্খলা বজায় রাখার জন্য টহল দিয়েছেন।
একজন পুলিশ অফিসার যিনি সারাদিন কর্মব্যস্ত জীবন পার করেন এবং সারাদিন মানুষের অভিযোগ আমলে নেন, অভিযোগপত্র উর্দ্ধতন কর্মকর্তা / আদালতে প্রেরণ করেন। পুরো থানায় আইনের শাসন প্রতিষ্ঠার জন্য সারা দিনের পরিশ্রম শেষে আবার সেই তিনিই এই নির্ঘুম রাত পার করে জনসাধারণকে চোর, ডাকাত, দুষ্কৃতকারীদের থেকে রক্ষা করার জন্য টিম নিয়ে পুরো থানায় ঘুরে ঘুরে এভাবে দায়িত্ব পালন করেন।
এমন অফিসার খুবই বিরল। কাজিরহাট থানার ইউনিয়নগুলোতে পেশাগত কাজ করার সময় আইন-শৃঙ্খলা সম্পর্কে স্বভাবতই এই প্রতিবেদক মানুষদেরকে বিভিন্ন প্রশ্ন করে থাকেন। অধিকাংশ মানুষের মুখে একই কথা যে ওসি মিজানুর রহমান এর এই কর্মকালে তারা ভালো আছেন। এমন তৎপরতা যদি বজায় থাকে তবে ধীরে ধীরে আইন-শৃঙ্খলার অবনতি তেমন একটা হবে না বলেই ধারণা করা যায়।