• বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫, ০৯:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
কলাপাড়ায় কৃষক বাজারের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন পটুয়াখালী জেলা প্রশাসক  এ সরকার দেশের স্বার্থ বিক্রি করার জন্য আসেনি : নৌপরিবহন উপদেষ্টা নির্মাণাধীন পাঁচতলা ভবন থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু বর্ণাঢ্য আয়োজনে বরিশালে বাংলানিউজের প্রতিষ্ঠাবার্ষিকী পালন শ্রমিক কল্যাণের উদ্যোগে জুলাই যোদ্ধাদের জন্য দোয়া মাহফিল অসহায়দের স্বাবলম্বী করতে সেলাই মেশিন ও ভ্রাম্যমান কফি মেকার বিতরন এলপি গ্যাসের ১২ কেজি সিলিন্ডারের দাম কমল ৩৯ টাকা সৃষ্টিকর্তাকে নিয়ে আপত্তিকর মন্তব্য : যুবক আটক ‎আবার লাল জুলাই: প্রোফাইলের রঙে জেগে উঠেছে এক বিপ্লবের চেতনা লঘুচাপের প্রভাবে উত্তাল বঙ্গোপসাগর, পায়রা সমুদ্র বন্দরে ০৩ নম্বর ও নদী বন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

বাকেরগঞ্জ উপজেলা ভাইস-চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান আলাল মল্লিক।

প্রতিনিধি / ৬১৪ পড়া হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ৪ এপ্রিল, ২০২৪

নজরুল ইসলাম আলীম
আসন্ন বাকেরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস-চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান এম এম আলাল মল্লিক। সময়ের বাস্তবতায় তিনিই হতে পারেন এবারের নির্বাচনী উপজেলা ভাইস-চেয়ারম্যান প্রার্থী এমন গুঞ্জনই এখন সাধারণ জণগনের মুখে মুখে। এ লক্ষ্যকে সামনে রেখেই তিনি বাকেরগঞ্জ উপজেলায় ইতিমধ্যেই প্রচার-প্রচারণা শুরু করেছেন। পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে উপজেলার বিভিন্ন স্থানে তিনি শুভেচ্ছা পোস্টার লাগিয়েছেন। বাকেরগঞ্জের বিভিন্ন স্থানে ঘুরে দেখা যায়, স্থানীয় জনপ্রতিনিধিসহ আওয়ামী লীগ-যুবলীগ,ছাত্রলীগ ও তাদের সহযোগী সংগঠনের নতুন প্রজন্মের নেতা-কর্মীরা জানিয়েছেন,এলাকাবাসীর আস্থাভাজন ও তাদের সুখ-দুঃখের অংশীদার হিসেবে এম এম আলাল মল্লিককে আগামী উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস-চেয়ারম্যান প্রার্থী হিসেবে আমজনতার মাঝে সমাদৃত ও গ্রহণযোগ্য।এ বিষয় জানতে চাইলে,বাকেরগঞ্জ উপজেলার সাধারণ মানুষ বলেন,প্রার্থী কে হবেন কাকে দিচ্ছেন বা কি হবে তা জানা নেই। তবে শুনেছি এম এম আলাল মল্লিক প্রার্থী হতে পারেন। ব্যক্তি হিসেবে ও মনের দিক থেকে তিনি বড় মাপের মানুষ। তিনি প্রার্থী হলে বাকেরগঞ্জ উপজেলার মানুষ এবারে তাকে বিজয়ী করবেন এমন জোর মন্তব্য। বাকেরগঞ্জ উপজেলার সাধারণ মানুষ নানা কারণে পরিবর্তন ও নতুনত্ব চায়। এই পরিবর্তন ঘটাতে এবারের যোগ্য নেতা হিসেবে জনগন এম এম আলাল মল্লিকের কথা বলছে। তাদের বিশ্বাস তিনি যদি প্রার্থী হন তাহলে বাকেরগঞ্জ উপজেলার মানুষ তাকে ভোট দিয়ে বিজয়ী করবেন।আওয়ামীলীগ নেতা এম এম আলাল মল্লিকের ১৪টি ইউনিয়নেই কমবেশি বিচরণ ও পরিচিতি রয়েছে। আসন্ন বাকেরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হবেন কিনা জানতে চাইলে এম এম আলাল মল্লিক বলেন,আমি দীর্ঘদিন ছাত্রাবস্থা থেকে এ পর্যন্ত রাজনীতি করে আসছি। প্রত্যেক রাজনীতিকের একটা উদ্দেশ্য থাকে জনপ্রতিনিধি হয়ে মানুষের সেবা করা। তা আমার মাঝেও আছে। দল,ও এলাকার মানুষ চাইলে এবারে তিনি প্রার্থী হবেন। আমি ব্যক্তিগত ভাবে কোন প্রতিশ্রুতির বুলি দিতে চাই না শুধু কাজে প্রমাণ করবো ইনশাআল্লাহ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/