• শনিবার, ২৫ অক্টোবর ২০২৫, ১১:১৭ অপরাহ্ন

স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৪ উপলক্ষে বরিশাল সিটি মেয়র‘র শ্রদ্ধা নিবেদন

প্রতিনিধি / ৩১৯ পড়া হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ২৬ মার্চ, ২০২৪

পারভেজ,বরিশাল প্রতিনিধি।
বরিশালের সিটি মেয়র আবুল খায়ের (খোকন সেরনিয়াবাত) নেতৃত্বে যথাযথ মর্যাদায় ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্‌যাপিত হয়েছে।

আজ ২৬শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৪ উদ্‌যাপন উপলক্ষ্যে বরিশালের সিটি মেয়র‘র সহ কাউন্সিলর এবং দলীয় নেতাকর্মিরা শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি ফলকে ফুলের শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে দিবসটি উদ্‌যাপন করেন।

আজ ২৬শে মার্চ মঙ্গলবার সকাল ১১ টায় বরিশালের সিটি মেয়র আবুল খায়ের (খোকন সেরনিয়াবাত) নেতৃত্বে জেলা প্রশাসকের কার্যালয় সংলগ্ন শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি ফলকে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস টি পালন করা হয়।

পাশপাশি বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ বরিশাল, মহানগর শাখার পক্ষ থেকে শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন বিসিসি মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ (খোকন সেরনিয়াবাত) এর সহধর্মিনী লুনা আব্দুল্লাহ সহ বিভিন্ন ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলরবৃন্দ ও মহিলা নেতাকর্মীবৃন্দ।

এর পরপরই স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বরিশাল সিটি কর্পোরেশনের উদ্যোগে সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে আলোচনা সভা ও দোয়া মোনাজাতের আয়োজন করা হয়। এসময় উপস্থিত ছিলেন বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরবৃন্দ এবং সিটি কর্পোরেশনের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/