পটুয়াখালীর বাউফল উপজেলায় দেশীয় সংস্কৃতির চর্চা ও বিকাশে নতুন প্রত্যয়ে “দেশীয় সাংস্কৃতিক সংসদ “বাউফল উপজেলা শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে।
গতকাল শুক্রবার (৩ জানুয়ারি) বিকাল ৫ টায় বাউফল পৌর কার্যালয়ে এক আনুষ্ঠানিক সভার মাধ্যমে এ কমিটি ঘোষণা করা হয়।
নবগঠিত কমিটিতে মো. খাইরুল কবির সভাপতি, মো. জাকির হোসাইন সহ-সভাপতি এবং ইকবাল হোসেন রুমি সেক্রেটারি হিসেবে নির্বাচিত হয়েছেন। এছাড়া উপজেলা সম্পাদক নির্বাচিত হয়েছেন মো. মজিবুর রহমান এবং অর্থ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মু. আবু সুফিয়ান।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন—
মো. মশিউর রহমান, মো. আবুল কালাম আজাদ, মো. আব্দুর রহিম, মো. সাকিব, মো. বশির উল্লাহ, মো. মাসুদুর রহমান ও আব্দুল্লাহ আল নাহিয়ান।
কমিটি গঠন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশীয় সাংস্কৃতিক সংসদের পটুয়াখালী জেলা উপদেষ্টা অধ্যাপক এ বি এম সাইফুল্লাহ, বাউফল উপজেলা উপদেষ্টা মো. ইসহাক মিয়া, পটুয়াখালী জেলা সভাপতি রফিকুল ইসলাম বাশার, সেক্রেটারি অ্যাডভোকেট আবু সাঈদ খান শামীম এবং সহকারী পরিচালক (পটুয়াখালী জেলা) মো. আব্দুল হাকিম।
এ সময় বক্তারা বলেন, দেশীয় সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষায় সাংস্কৃতিক সংসদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নবগঠিত কমিটি বাউফলে সাংস্কৃতিক চর্চাকে আরও বেগবান করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
এ রকম আরো সংবাদ...