• বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন

ঝালকাঠিতে প্রতিবন্ধী শিক্ষার্থীদের বিনামূল্যে বই ও শীত বস্ত্র বিতরণ

ঝালকাঠি প্রতিনিধি / ২০ পড়া হয়েছে
প্রকাশিত : রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬

ঝালকাঠিতে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই ও শীত বস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল সাড়ে ৯টায় শহরের প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয় এ আয়োজন করা হয়। প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা কর্তৃক পরিচালিত প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয় ঝালকাঠির শিক্ষার্থীদের মাঝে এই সহায়তা প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠির জেলা প্রশাসক মোঃ মমিন উদ্দিন। সভাপতিত্ব করেন ঝালকাঠি সদর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা সেগুফতা মেহনাজ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিআালক ফয়সাল রহমান জসিম ও পরিচালনা করেন উন্নয়ন কর্মী আজমীর হোসেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রতিবন্ধী শিশুদের শিক্ষা  উন্নয়নে সামাজিক ও প্রশাসনিক সহযোগিতা অত্যন্ত জরুরি। বই ও শীতবস্ত্র বিতরণের মতো উদ্যোগ তাদের শিক্ষা গ্রহণে উৎসাহ জোগাবে এবং মানবিক সমাজ গঠনে ভূমিকা রাখবে। অনুষ্ঠান শেষে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই ও শীতবস্ত্র বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/