• মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ১০:৪৪ অপরাহ্ন
শিরোনাম
মৎস্য বন্দর আলীপুরে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত মহিপুরে মৎস্য ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলা অতিথি পাখির আগমনে মুখরিত কুয়াকাটার চর বিজয় যারা অতীতের আত্মত্যাগ ভুলে গেছে, তারাই আজ লুটতরাজে জড়িয়ে পড়েছে-অধ্যাপক মোস্তাফিজুর রহমান রাজাপুরে সফল জননী পুরষ্কার পেলেন আনোয়ারা খানম বরিশালের হিজলায় যৌথ অভিযানে বেহুন্দী জাল ও ৬ হাজার খুঁটি জব্দ,পুড়িয়ে বিনষ্ট সাংবাদিককে হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত করলো পুলিশ সদস্য বরিশাল নগরীতে হাতপাখা মার্কার সমর্থনে ইসলামী আন্দোলনের গণসংযোগ বরিশাল কাশিপুরে বিএনপি নেতার হামলায় জামায়াতকর্মী গুরুতর জ’খ’ম শেবাচিমে ভর্তি ৮ ডিসেম্বর: বরিশাল মুক্ত দিবস আজ

মহিপুরে মৎস্য ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলা

এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া / ০ পড়া হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫

পটুয়াখালীর মহিপুর থানার আলীপুর মৎস্য বন্দরের পুরাতন ফেরিঘাট এলাকায় এক মৎস্য ব্যবসায়ীর ওপর অতর্কিত সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। সোমবার শেষ বিকেলে এ হামলায় গুরুতর আহত হয়েছেন স্থানীয় মৎস্য ব্যবসায়ী কামাল বেপারি (৩০)
স্থানীয় সূত্রে জানা যায়, বিকেল  ৫ টার দিকে কামাল বেপারি ফেরিঘাট সংলগ্ন একটি চায়ের দোকানে বসে চা পান করছিলেন। এসময় আকস্মিকভাবে স্থানীয় আবু জাফর, হানিফ ও রাসেলসহ আরও কয়েকজন তাকে লোহার রড ও হাতুড়ি দিয়ে এলোপাতাড়ি হামলা চালায়। কোনো পূর্ববিবাদ ছাড়াই এ হামলা হয়েছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। তাদের দাবি, হামলাটি ছিল সম্পূর্ণ পূর্বপরিকল্পিত।
গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে তুলাতুল ২০ শয্যা হাসপাতালে নেন। পরে তার অবস্থার অবনতি হলে কলাপাড়া ৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থার আরো অবনতি হলে সেখান থেকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল শের-ই–বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, কোনো ধরনের কথা–কাটাকাটির ঘটনা ছাড়াই হঠাৎ করে কয়েকজন এসে কামালের ওপর চড়াও হয়। তারা হামলাকে পূর্ব পরিকল্পিত দাবি করেন।
আহত কামাল বেপারি বলেন, আমি চায়ের দোকানে বসে চা খাচ্ছিলাম। হঠাৎ আবু জাফর, হানিফ, রাসেলসহ কয়েকজন এসে লোহার রড ও হাতুড়ি দিয়ে আমার ওপর হামলা করে। তাদের সঙ্গে আমার কোনো পূর্ব শত্রুতা নেই। মনে হয় কারো ইন্ধনে তারা আমার ওপর হামলা চালিয়েছে।আমি আলীপুর মৎস্যবন্দরে ‘কামাল ফিস’ নামে একটি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী।
এ বিষয়ে অভিযুক্তদের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের ফোন বন্ধ থাকায় কোনো বক্তব্য পাওয়া যায়নি।
কলাপাড়া হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাঃ পলি সাহা বলেন, সন্ধ্যায় কামাল হোসেন নামের এক ব্যক্তি হাসপাতালে আসেন, তার শরীর, মাথা ও দুই পায়ে গুরুতর আঘাত রয়েছেন। তাকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।
মহিপুর থানার ওসি (তদন্ত) অনিমেষ হালদার বলেন, ঘটনার বিষয়ে আমরা অবগত হয়েছি। তবে এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/