• মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ১০:৪৪ অপরাহ্ন
শিরোনাম
মৎস্য বন্দর আলীপুরে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত মহিপুরে মৎস্য ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলা অতিথি পাখির আগমনে মুখরিত কুয়াকাটার চর বিজয় যারা অতীতের আত্মত্যাগ ভুলে গেছে, তারাই আজ লুটতরাজে জড়িয়ে পড়েছে-অধ্যাপক মোস্তাফিজুর রহমান রাজাপুরে সফল জননী পুরষ্কার পেলেন আনোয়ারা খানম বরিশালের হিজলায় যৌথ অভিযানে বেহুন্দী জাল ও ৬ হাজার খুঁটি জব্দ,পুড়িয়ে বিনষ্ট সাংবাদিককে হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত করলো পুলিশ সদস্য বরিশাল নগরীতে হাতপাখা মার্কার সমর্থনে ইসলামী আন্দোলনের গণসংযোগ বরিশাল কাশিপুরে বিএনপি নেতার হামলায় জামায়াতকর্মী গুরুতর জ’খ’ম শেবাচিমে ভর্তি ৮ ডিসেম্বর: বরিশাল মুক্ত দিবস আজ

অতিথি পাখির আগমনে মুখরিত কুয়াকাটার চর বিজয়

এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া / ১১ পড়া হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫

প্রকৃতিতে শীতের ছোঁয়া লাগার সঙ্গে আসতে শুরু করেছে অতিথি পাখি। অতিথি পাখির কলকাকলিতে মুখরিত হয়ে উঠেছে পটুয়াখালীর সাগরকন্যা কুয়াকাটার চর বিজয়। আশপাশের মানুষ বিরক্ত না করায় নিরাপদ আশ্রয় হিসেবে চর বিজয়কে বেছে নিয়েছে অতিথি পাখিরা। শীত আসা মানেই অতিথি পাখির আগমন। শূন্যে ডানা মেলে দল বেঁধে আসে তারা। নীল জল ছুঁয়ে কখনো লুটোপুটি খায়, কখনো বা খাবারের খোঁজে এদিকওদিক ঘোরে।
মানুষের খুব একটা বিচরণ না থাকায় শীতের শুরুতে কুয়াকাটা সংলগ্ন সমুদ্রের মাঝে জেগে ওঠা এ দ্বীপটিতে নানা প্রজাতির রং-বেরং’র পাখির আগম ঘটেছে। দেখলে মনে হবে যেন পাখির মেলা বসেছে। এসব পাখি মেতেছে খুনসুটি আর জলকেলিতে। আবার কোন পাখি বালু চরে ব্যস্ত রয়েছে খাবার সংগ্রহ। এর মধ্যে কোন কোন পাখি দল বেঁধে উড়ে বেড়াচ্ছে এক  প্রান্ত  থেকে অপর প্রান্তে। একই সাথে এ দ্বীপটিতে রয়েছে লাল কাকড়ার অবাধ বিচরণ। এসব সৌন্দর্য উপভোগ করতে আগত পর্যটকরা প্রতি নিয়ত ছুটে যাচ্ছেন চর বিজয়ে।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রা ৫ হাজার একর আয়তন নিয়ে বঙ্গোপসাগরের বুক চিরে জেগে ওঠে এ দ্বীপটি। কুয়াকাটা সৈকত থেকে প্রায় ৩০ কিলোমিটার পূর্ব-দক্ষিণে সাগরের মধ্যে এর অবস্থান। প্রতি বছরের ন্যায় এ বছরও শীতের শুরুতে এই দ্বীপটিতে আশ্রয় নিয়েছে জুলফি পানচিল, গাঙ্গচিল, ধূসর মাথা টিটি, সিথি হাঁস, খুন্তে হাঁস, খয়রা চখাচোখি, ছোট পানকৌরী, ছোট বগা, বড় বগা, পিয়ং হাঁস, ধূসর বগা, পাতি হাঁস, কালো মাথা গাঙচিল, ছোট ধলাজিরিয়া, ছোট নর্থ জিরিয়া, গো বগা, মেটে রাজ হাঁস, পাতি বাটান, চেগা, সরালি, বড় সরালি, চখাচখি, শামুকখোল, পানকৌড়ি, মাথামোটা টিটি, হটটিটি, গাঙচিল, গাঙকবুতর, জলমোরগ ও নানা  প্রজাতির বক, পাতি চেগাসহ নানান প্রজাতির পাখি। সুদূর সাইবেরিয়াসহ দূর দূরান্ত থেকে আসা এসব অতিথি পাখি বছরের নভেম্বরের প্রথম দিকেই আসতে শুরু করে এবং মার্চ পর্যন্ত অবস্থান নেয় দ্বীপটিতে। নানা প্রজতির পাখি খাবারের খোঁজে ওড়াউড়ি করছে, পানিতে ডুব দিয়ে খাবার খুঁজছে। ক্লান্ত পাখিরা বিশ্রাম নিচ্ছে পুঁতে রাখা খুঁটি ও জেগে ওঠা চরে। একটু উষ্ণতার খোঁজে ছুটে আসা এসব নানা রঙের পাখির আগমনে তাই চর বিজয় হয়ে ওঠে চমকপ্রদ। চলতি নভেম্বর মাসের মাঝামাঝি বিলে অতিথি পাখি আসতে শুরু করে। প্রতিদিন পাখির সংখ্যা বেড়ে যাচ্ছে। এসব আসা পাখির মধ্যে রয়েছে ছোট এ যেন প্রকৃতির এক নান্দনিক সৌন্দর্য। নানা প্রজাতির রং-বেরং’র পাখির কিচির-মিচির শব্দে মুখরিত থাকে বিশাল এই দ্বীপটি। তবে সঠিক তদারকিতে তৈরি হবে একটি নতুন সমভূমি। যাকে ঘিরে কুয়াকাটার পর্যটন শিল্পে তৈরি হবে আরেক ভিন্ন মাত্রা। এমন সম্ভাবনার কথা তুলে ধরেন পর্যটকরা। এদিকে এসব পাখি শিকারকে নিরুৎসাহিত করার জন্য মাঠে রয়েছে স্থানীয় পরিবেশবাদী সংগঠন ও বন বিভাগ।
স্থানীয় পর্যটন কর্মীরা জানান, দিগন্তজোড়া আকাশ, আর সমুদ্রের নীল জলরাশি আছড়ে পড়ছে কিনারায়। জেগে ওঠা দ্বীপটির নাম ‘চর বিজয়’ রাখা হলেও গভীর সাগরে মাছধরা জেলেদের কাছে ‘হাইরের চর’ নামে পরিচিত। ইতোমধ্যে দ্বীপটিতে বন বিভাগ ও স্থানীয় সেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে বেশ কিছু ম্যানগ্রোভ প্রজাতির চারা গাছ রোপন করা হয়েছে। মুলত ২০১৭ সাল থেকে যোগ করেছে নতুন মাত্রা। এই চরের পাখি আর লাল কাকড়ার সমাগমে আকৃষ্ট হয় সব শ্রেণির পর্যটকরা। তবে চর বিজয় ভবিষ্যতে সেন্টমার্টিনের মতো জনপ্রিয়তা পাবে বলে মনে করেন তারা। দ্বীপটি ঘুরে এসে পর্যটকরা বলেন, চারদিকে সাগরের অথৈই পানি। এরই মধ্যে আকাশ আর মাটির সঙ্গে মিতালি তৈরি করেছে।
ঢাকা থেকে আসা পর্যটক শাসীম হোসাইন জানান, কুয়াকাটায় এই প্রথমবার ভ্রমণে এসেছি। তবে সমুদ্রের বুকে জেগে ওঠা চর বিজয় সম্পর্কে কোনো ধারণা ছিলনা।তবে এসে সবমিলিয়ে ‘চর বিজয়’ দ্বীপটি এক অপার সম্ভাবনাময়।
সিলেট থেকে আসা পর্যটক মনিরুজ্জামান  জানান, সত্যিকারে এ দ্বীপটি ঘুরে মুগ্ধ হয়েছি। চারদিকে বিশাল সমুদ্রের মাঝখানে একটি দ্বীপ। আর সেখানে রয়েছে বিপুল পরিমাণ অতিথি পাখি ও লাল কাঁকড়া। তবে এই দ্বীপে পর্যাপ্ত গাছ লাগানো দরকার, যাতে করে পাখিদের নির্ভয় বাসস্থান তৈরি হয়।
ট্যুরিজম ব্যাবসায়ী মো. জনি আলমগীর বলেন, কুয়াকাটা থেকে ট্যুরিস্ট বোটে যেতে সময় লাগে প্রায় দুই ঘণ্টা। এ সময় পর্যটকগণ উপভোগ করতে পারবেন সমুদ্রের নয়নাভিরাম সৌন্দর্য। বিস্তীর্ণ জলরাশি ও সমুদ্রের বিশালতা ভ্রমণে ভিন্ন মাত্রা যোগ করবে। দ্বীপের কাছাকাছি গেলেই স্বাগত জানাবে অসংখ্য অপরিচিত পাখি। আর স্বচ্ছ জলে সামুদ্রিক মাছের ছোটাছুটি নিমেষেই সারাদিনের ক্লান্ত মনকে ভরিয়ে দেবে অন্যরকম আনন্দ। তবে এ দ্বীপে নেই কোনো দোকানপাট, তাই  খাবার ও পানিসহ প্রয়োজনীয় জিনিসপত্র সংঙ্গে নিয়ে যেতে হবে। সকালে গিয়ে বিকেলেই ফিরে আসতে হবে বলে তিনি জানান।
কুয়াকাটা ট্যুরিজম ম্যানেজমেন্ট অ্যাসোসিয়েশন (কুটুম) সহ-সভাপতি হোসাইন আমির বলেন, কুয়াকাটার কাছে চর বিজয় দ্বীপে শীতকালে শুরুতেই অতিথি পাখি আসতে শুরু করেছে। এই সময়ে বিভিন্ন প্রজাতির লক্ষাধিক পরিযায়ী পাখির কলকাকলিতে মুখরিত থাকে। এ দ্বীপটি পর্যটকদের কাছে জনপ্রিয়তা পেয়েছে। বর্ষা মৌসুমের ছয় মাস চরটি হাঁটু পানিতে ডুবে থাকে এবং শীত মৌসুমে ধু-ধু বালু নিয়ে জেগে ওঠে। এ সময়ে জেলেরা অস্থায়ী বাসা তৈরি করে মাছ শিকার এবং শুঁটকি প্রক্রিয়াজাত করেন।
জেলেদের সঙ্গে কথা বলে জানা গেছে, নভেম্বর মাস থেকে চর বিজয় বেশি পাখি আসতে শুরু করে। নানা প্রজাতির রং-বেরং’র পাখির কিচির-মিচির শব্দে মুখরিত থাকে বিশাল এই দ্বীপটি।
মহিপুর রেঞ্জ কর্মকর্তা একে এম মনিরুজ্জামান বলেন, বিস্তারিত দ্বীপটিতে রোপণকৃত গাছগুলো দৃশ্যমান হয়েছে। সুফল প্রকল্পের আওতায় বনায়নের কার্যক্রম চলছে। চর বিজয়ে বনায়ন তৈরি হলে অতিথি পাখির অভয়াশ্রম হিসেবে গড়ে উঠবে এমনটাই জানিয়েছেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/