• শনিবার, ২২ নভেম্বর ২০২৫, ১২:৫৭ পূর্বাহ্ন

বাউফলে  সংসদ সদস্য পদপ্রার্থীর ইন্তেকাল 

বাউফল প্রতিনিধি / ৩ পড়া হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫

জাতীয় সংসদের নির্বাচনী আসন ১১৪ পটুয়াখালী – ২ ( বাউফল) আসনে গণসংহতি আন্দোলনের সংসদ সদস্য পদপ্রার্থী আমজাদ হোসেন (৬৮) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার দিবাগত রাতে চিকিৎসার উদ্দেশ্যে বরিশাল থেকে ঢাকায় নেওয়ার পথে তিনি মৃত্যুবরণ করেন।
মুক্তিযোদ্ধা আমজাদ হোসেন বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সদস্য ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন আমজাদ হোসেন। দ্রুত তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। পরে বরিশাল সেনানিবাস সিএমএইচএ নেওয়া হয়। মধ্য রাতে সিএমএইচ থেকে ঢাকায় নেওয়ার পথে বরিশাল রুপাতলী এলাকায় তিনি মারা যান।
রাতেই আমজাদ হোসেনের মরদেহ গ্রামের বাড়ি বাউফল উপজেলার কালাইয়া ইউনিয়নের কোটপাড় নেওয়া হয়। শুক্রবার বিকেলে জানাজা শেষে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
সেনাবাহিনী থেকে অবসর নেওয়ার পর আমজাদ হোসেন কৃষক ফেডারেশন ও গণসংহতি আন্দোলনসহ একাধিক রাজনৈতিক সংগঠনের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে তিনি গণসংহতি আন্দোলনের সংসদ সদস্য প্রার্থী ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/