ঘূর্ণিঝড় রেমালের সময় নষ্ট হওয়া ২৭২ টন ইউরিয়া সার মাটি চাপা দেওয়া হয়েছে। গতকাল জেলা প্রশাসনের একজন নির্বাহী ম্যজিষেট্রট এর উপস্থিতিতে এই সার মাটি চাপা দেওয়াহয়। বরিশাল নগরীর ১০ নং ওয়ার্ড কেডিসি এলাকার বিএডিসির সার গোডাউন থেকে ২৭২ টন সার মাটি চাপা দেওয়া হয়।
বরিশাল জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মাফী বলেন, দক্ষিণাঞ্চলের কৃষকদের জন্য সরকারের বরাদ্দকৃত ২৭২ টন সার ঘূর্ণিঝড় রেমালে সময়ে নষ্ট হয়ে গেছে। দীর্ঘদিন সার গুলো গোডাউনে পড়েছিল। মন্ত্রণালয়ের নির্দেশনার অভাবে এগুলো টেস্ট্রেকরা হয়নি। এখন মন্ত্রণালয় থেকে নির্দেশনা আসায় সারগুলো মাটিচাপা হয়েছে।
https://slotbet.online/