• শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫, ১১:৪৮ অপরাহ্ন

সার সাশ্রয়ী ‘খামারি মোবাইল অ্যাপস’ ব্যবহার প্রশিক্ষণ অনুষ্ঠিত

আরাফাত বেপারী, হিজলা / ১১ পড়া হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫

সার সাশ্রয়ী “খামারি মোবাইল অ্যাপস” ব্যবহারের ওপর দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (BARC), ফার্মগেট, ঢাকা’র আয়োজনে। মঙ্গলবার হিজলা উপজেলা কৃষি অফিস মিলনায়তনে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. মো. শফিকুল ইসলাম, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (BARC), ঢাকা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোস্তফা আতিকুল মজিদ, অ্যানালাইস্ট কনসালট্যান্ট, ক্রপ জোনিং প্রজেক্ট, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল, ঢাকা।

প্রশিক্ষণ কর্মশালায় সভাপতিত্ব করেন কৃষিবিদ আহসানুল হাবীব আল আজাদ জনি, উপজেলা কৃষি অফিসার, হিজলা।

প্রশিক্ষণে উপসহকারী কৃষি কর্মকর্তাবৃন্দসহ বিভিন্ন ইউনিয়নের মোট ২০ জন কৃষক অংশগ্রহণ করেন।
অনুষ্ঠান পরিচালনা করেন মো. ফকরুল ইসলাম, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা, উপজেলা কৃষি অফিস, হিজলা।

উদ্বোধনী বক্তব্যে সভাপতি কৃষিবিদ আহসানুল হাবীব আল আজাদ জনি বলেন,
“খামারি অ্যাপসের মাধ্যমে জমির অবস্থান অনুযায়ী বিভিন্ন রাসায়নিক সার যথাযথ মাত্রায় ব্যবহারের সুপারিশ পাওয়া যাবে। এতে একদিকে যেমন সার সাশ্রয় হবে, অন্যদিকে অতিরিক্ত সার প্রয়োগজনিত সমস্যাও কমবে। সার আমদানিতে সরকারের ব্যয় হ্রাস পেয়ে অর্থনৈতিক সাশ্রয় হবে।”

প্রশিক্ষণে অ্যাপটির ব্যবহারিক উপকারিতা, জমির তথ্য দিয়ে সার ব্যবস্থাপনা নির্ধারণ ও আধুনিক কৃষির সাথে ডিজিটাল প্রযুক্তির সমন্বয় বিষয়ে আলোচনা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/