পটুয়াখালীর বাউফলে মেধাবী শিক্ষার্থীদের মাঝে অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। নাজিরপুর ইউনিয়নের কৃতি সন্তান, ঢাকার বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ্জ ফরিদ উদ্দিন তালুকদার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের মাঝে এ অর্থ সহায়তা প্রদান করেন।
আজ ( ১১ নভেম্বর) বুধবার সকাল দশটা থেকে বেলা বারোটা পর্যন্ত ইউনিয়নের তাঁতের কাঠি মাধ্যমিক বিদ্যালয়, ধানদী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়, ছোট ডালিমা আব্দুস সালাম মৃধা মাধ্যমিক বিদ্যালয় ও নাজিরপুর ছোট ডালিমের মাধ্যমিক ষষ্ঠ থেকে দশম শ্রেণীর প্রথম, দ্বিতীয় তৃতীয় স্থান অধিকারী মেধাবী শিক্ষার্থীদের মাঝে এ অর্থ সহায়তা প্রদান করা হয়।
ষষ্ঠ ও সপ্তম শ্রেণী শিক্ষার্থীদের পনেরশ, অষ্টম শ্রেনীর শিক্ষার্থীদের দুই হাজার ও নবম,দশম শ্রেণীর শিক্ষার্থীদের জনপ্রতি দুই হাজার পাঁচশত টাকা প্রদান করা হয়।
নাজিরপুর ছোট ডালিমা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) ইসরাত জাহানের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন তাতেরকাঠী মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক মোঃ শাহানুর, সমাজসেবক মোঃ আলমগীর মিয়া, মোঃ ইসহাক মুন্সি, বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ।
এ রকম আরো সংবাদ...