• শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫, ০১:২১ অপরাহ্ন

ইলিশ কিনে ফেরার পথে পুলিশ দেখে নদীতে ঝাঁপ, লাশ উদ্ধার

বাউফল প্রতিনিধি / ১৩ পড়া হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫

পটুয়াখলীসহ সারা দেশে ইলিশ ধরা নিষিদ্ধ করেছে সরকার। এই সময়ে ইলিশ মাছ কিনে ফেরার পথে নৌ-পুলিশকে দেখে নদীতে ঝাঁপ দিয়ে পানিতে ডুবে নিখোঁজ হন রাসেল খান (৩২) নামের এক যুবক। এ ঘটনার ৬৮ ঘণ্টা পর আজ মঙ্গলবার ওই যুবকের উদ্ধার করা হয়েছে।

পটুয়াখালীর বাউফলে আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে তেঁতুলিয়া নদীর বাতিঘর পয়েন্ট থেকে যুবকের স্বজনরা মরদেহ উদ্ধার করে। এর আগে গত শনিবার সন্ধ্যার দিকে নদীতে ঝাপ দিয়ে নিখোঁজ হন ওই যুবক।

নিহত রাসেল খান উপজেলার নাজিরপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বড় ডালিমা গ্রামের ইউসুফ খানের ছেলে। তিনি পেশায় একজন দর্জি ছিলেন।

জানা গেছে, গত শনিবার সন্ধ্যার দিকে ইলিশ মাছ শিকারের নিষেধাজ্ঞা চলাকালে রাসেল খান তিন বন্ধুকে নিয়ে নিষিদ্ধ ইলিশ কিনে ফেরার পথে নৌ-পুলিশের টহলদলের সামনে পড়েন। এসময় দুজন পাশের একটি ট্রলারে উঠে পালিয়ে যান। অন্য একজন নৌকাতে মাছসহ আটকে পড়েন। আর রাসেল খান নদীতে ঝাঁপ দিয়ে ডুবে যান। পরদিন ডুবুরি দল নদীতে খোঁজ করেও তাঁর সন্ধ্যান পায়নি। নিখোঁজ হওয়ার ৬৮ ঘণ্টা পর আজ নদীতে তাঁর মরদেহ ভেসে ওঠে।

এ বিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আকতারুজ্জামান সরকার বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। নৌ-পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের স্বজনদের সঙ্গে আলোচনা করে ময়নাতদন্ত ও পরবর্তী আইনগত পদক্ষেপ সম্পর্কে সিদ্ধান্ত নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/