তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বাউফলের কাছিপাড়া ইউনিয়নের শহীদ জালাল গ্রামে তিন ভাইকে মারধর করা হয়েছে। পুড়িয়ে দেয়া হয়েছে একটি মটরসাইকেল। আজ সোমবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটেছে।
জানাগেছে, ওইদিন সকালে নাসির হোসেন নামের এক ব্যক্তি মাছ বিক্রির উদ্দেশ্যে শহীদ জালাল গ্রামে যান। তার সঙ্গে স্থানীয় পাখি নামে এক ব্যক্তির তুচ্ছ বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়। এসময় মাছ বিক্রেতা নাসির হোসেনের ভাই মিজানুর রহমান ও চাচাতো ভাই আব্বাস এগিয়ে গেলে পাখি ও তার লোজন তাদের উপর চড়াও হয় এবং তাদেরকে এলাপাতাড়ি ভাবে পিটিয়ে জখম করে এবং তাদের একটি মটরসাইকেল পুড়িয়ে দেয়। আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
এ খবর পেয়ে বাউফলের বগা তদন্ত কেন্দ্রের এসআই সোহেল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। তবে এ ঘটনায় কোন পক্ষ থানায় অভিযোগ করেননি।
এ রকম আরো সংবাদ...