• সোমবার, ২০ অক্টোবর ২০২৫, ০৩:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
গাজা ও জুলাইয়ের শহীদদের স্মরণে দোয়া, হাতেম আলি কলেজে বা.গ.ছা.স’র প্রথম পরিচিতি সভা বিএম কলেজে ছাত্রশিবিরের নবীন বরণ: নতুনদের হাতে আল কুরআন ও স্বপ্নের দিকনির্দেশনা বরিশাল বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে “ন্যাশনাল ইয়ুথ রিসার্চ সামিট ২০২৫” জান-মালের নিরাপত্তা দিতে পারলেই হিন্দুরা সেই পক্ষেই ভোট দেবে বিমানবন্দরে আগুনের সূত্রপাত যেখান থেকে তরুণদের দিকে তাকিয়ে আছে দেশ-জাতি : ইউজিসি ড. এস এম এ ফায়েজ ২২ দিনের নিষেধাজ্ঞা, ট্রলার ও জাল মেরামতে ব্যস্ত জেলেরা মেঘনায় অভিযানে ১১ জেলে আটক কলাপাড়ায় ছয় ব্যবসায়ীকে ৩২ হাজার টাকা জরিমানা ডিসেম্বরেই সংসদ নির্বাচনের তফসিল : সিইসি

৫৩ বছর অশান্তির আগুন দাউদাউ করে জ্বলছিলো : চরমোনাই পীর

ঝালকাঠি প্রতিনিধি / ৯২ পড়া হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫

 

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেছেন,৫৩ বছর অশান্তির আগুন দাউদাউ করে জ্বলছিলো। এই অশান্তির আগুন নিভানোর জন্য এখন শান্তির প্রতিক হাত পাখার বাতাস লাগবে। আজকে পটপরিবর্তনের সময় এসেছে।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে ঝালকাঠি জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ইসলামী ছাত্র আন্দোলনের ৩৪ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ছাত্র সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন,সারা বাংলাদেশে অনেক ছাত্র সংগঠন রয়েছে। কিন্তু একমাত্র ইসলামী ছাত্র আন্দোলন ছাড়া অন্য কোন সংগঠনের নামে দুর্নীতি এবং বদনাম হয়নায় এরকম কোন ছাত্র সংগঠন আমার জানামতে নেই।

ঝালকাঠি-২ আসনে ইসলামী আন্দোলনের সংসদ সদস্য প্রার্থী হিসেবে ডা:সিরাজুল ইসলাম সিরাজীর হাতে হাতপাখা তুলে দিয়ে তিনি বলেন,সিরাজীকে আমানত হিসেবে রেখে গেলাম। ৫৩ বছর অনেক নেতার নেতৃত্ব দেখেছি। এবারে অনুরোধ করবো ইসলামের নীতির আদর্শের নেতৃত্ব আমরা দেখতে চাই।

ইসলামী ছাত্র আন্দোলন ঝালকাঠি জেলার সভাপতি মোহাম্মদ ওয়ালিউল্লাহ সরদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, ইসলামী ছাত্র আন্দোলনের বাংলাদেশের সেক্রেটারি জেনারেল শেখ মাহবুবুর রহমান নাহিয়ান, ডা: সিরাজুল ইসলাম সিরাজী, ইসলামী আন্দোলনের ঝালকাঠির সভাপতি হাফেজ মো. আলমগীর হোসেন, যুব আন্দোলনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা মো. আল আমিন,জাতীয় ওলামা মাশায়েক আম্মা পরিষদ মাওলানা মো.সেকান্দার আলী সিদ্দিকী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/