• শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫, ০১:২১ অপরাহ্ন

বাউফলে স্বামী স্ত্রী দ্বন্দ্ব, অভিমানে স্বামীর আত্মহত্যা

বাউফল প্রতিনিধি / ২০ পড়া হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫

পটুয়াখালীর বাউফলের বগা ইউনিয়নের দক্ষিণ রাজনগর গ্রামে স্বামী স্ত্রীর দ্বন্দ্বে অভিমান করে স্বামী মোহাম্মদ রাকিবুর রহমান (২৮) নামে এক যুবক আত্মহত্যা করেছে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় নিজ বাড়িতে গলায় ফাঁস দিয়ে তিনি আত্মহত্যা করেন। নিহত রাকিবুর রহমান ওই গ্রামের মো. হাবিবুর রহমানের ছেলে।
রাকিবুলের বোন রাফিজা বেগম জানান, প্রায় ৮ মাস আগে তার বিয়ে হয়। স্ত্রী বরিশালের একটি বেসরকারি ক্লিনিকে চাকরি করেন। অন্যদিকে রাকিবুল ঢাকায় বসুন্ধরায় চাকরি করতেন। তবে বর্তমানে বেকার হয়ে পড়ায় দাম্পত্য জীবনে কলহ লেগেই থাকত। মূলত বেকারত্ব ও দাম্পত্য দ্বন্দ্বের কারনে অভিমান করে রাকিব আত্মহননের পথ বেছে নেন বলে পরিবারের দাবি।
স্থানীয়রা রাকিবুলকে উদ্ধার করে বাউফল সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. শেখ শহীদুল ইসলাম তাকে মৃত ঘোষণা করেন। বর্তমানে তার মরদেহ স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। বাউফল থানা পুলিশ মরদেহ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/