বাবুগঞ্জ, মুলাদি, কাজিরহাট, হিজলা রুটে বিএম কলেজের শিক্ষার্থীদের জন্য বাস চালুর দাবিতে চার উপজেলার শিক্ষার্থী ও প্রতিনিধি দল স্মারকলিপি প্রদান করেছেন। আজ শুক্রবার সকালে বিএম কলেজ অধ্যক্ষ শেখ মো. তাজুল ইসলাম এর হাতে স্মারক লিপি তুলে দেন।
তাদের দাবি, এই রুটে প্রতিদিন প্রায় ১২০০–১৫০০ জন শিক্ষার্থী যাতায়াত করে, কিন্তু কোনো নির্ধারিত বাস না থাকায় তারা ভোগান্তিতে পড়েন। এজন্য কলেজের অধ্যক্ষ বরাবর আবেদন পেশ করা হয়।
অধ্যক্ষ শেখ মো. তাজুল ইসলাম শিক্ষার্থীদের দাবির বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করবেন এবং বাস চালুর ব্যাপারে আশ্বাস প্রদান করেছেন। এই প্রেক্ষাপটে শিক্ষার্থীরা কলেজ কর্তৃপক্ষের কাছে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। অধ্যক্ষ শিক্ষার্থীদের যৌক্তিক দাবির সঙ্গে একমত প্রকাশ করে আশ্বাস দিয়েছেন যে, খুব শিগগিরই এ বিষয়ে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে।