বালুর বস্তার  উপর দাড়িয়ে থাকা ও জোড়াতালি দিয়ে চলাচলকারী ঢাকা -বরিশাল মহা সড়কের উজিরপুরের বামরাইল সেতু নির্মানের দাবীতে মহা সড়ক অবরোধ কর্মসূচী পালন করেছেন উজিরপুর উপজেলা বাসদ।
৩ নভেম্বর সোমবার সকাল ১১ টায় বামরাইল বাস স্ট্যান্ড এলাকায় ব্রীজের গোড়ায় ঘন্টা ব্যাপী কর্মসুচী পালিত হয়েছে। মানববন্ধনে সভাপতিত্ব করেন বাসদ উজিরপুর উপজেলা শাখার আহবায়ক আবুল কালাম মাস্টার।
বক্তব্য রাখেন বাসদ উজিরপুর উপজেলা শাখার সদস্য সচিব মঞ্জুর মোর্শেদ, বাসদ বরিশাল জেলা শাখার বর্ধিত ফোরামের সদস্য সাগর দাস আকাশ, অলিম্পিক সিমেন্ট এন্ড ফাইবার্স শ্রমিক ইউনিয়নের সভাপতি সেলিম সর্দার, সমাজতান্ত্রিক মহিলা ফোরাম ওটরা ইউনিয়ন শাখার সভাপতি লাকি বেগম, বাসদ আহবায়ক হরি দাস রায়, সদস্য সচিব খোকন গাজী।
বক্তারা বলেন, বামরাইল ব্রিজ দিয়ে প্রতিদিন হাজার হাজার যানবাহন ঢাকা বরিশাল মহাসড়কে চলাচল করে। এরকম একটি সেতু বালুর বস্তার উপর দাঁড়িয়ে থাকা মানে সহস্র মানুষের প্রাণ ঝুঁকিতে ফেলা।
বক্তারা অবিলম্বে এই ব্রিজটি সংস্কারের দাবি জানান এবং তার আগে ডাইভার্শন রোডের ব্যবস্থা করে মানুষের জানমালের নিরাপত্তা দেয়ার দাবি জানান।
মানববন্ধন শেষে একটি প্রতিনিধি দল বামরাইল ব্রিজ সংস্কারের দাবিতে উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার পক্ষে উপজেলা ভূমি কর্মকর্তার নিকট একটি স্মারকলিপি পেশ করেন।
 
										
												  
												 
								এ রকম আরো সংবাদ...