• শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ১১:০৬ অপরাহ্ন

গণভোটে পিআরের ফয়সালাও চায় জামায়াত ও চরমোনাই

দর্পন ডেস্ক / ৩ পড়া হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫

পিআর পদ্ধতিতে নির্বাচন হবে কিনা– এ প্রশ্নের ফয়সালা করতে গণভোট চেয়েছে জামায়াতে ইসলামী এবং চরমোনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন। এ দুই দলের সঙ্গে যুপপৎ আন্দোলনে নামা অপর পাঁচ দলও নির্বাচনের আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সাংবিধানিক আদেশ এবং গণভোট চায়।

গতকাল বৃহস্পতিবার এই দলগুলো রাজধানীতে সমাবেশ এবং বিক্ষোভ মিছিল করে এসব দাবি জানায়। জামায়াত বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে সমাবেশ করেছে। ইসলামী আন্দোলন এবং মামুনুল হকের নেতৃত্বাধীন বাংলাদেশ খেলাফত মজলিস উত্তর গেটে কর্মসূচি করেছে যথাক্রমে দুপুর ও বিকেলে।

প্রেস ক্লাবের সামনে বিকেলে বিক্ষোভ করে খেলাফত মজলিস, খেলাফত আন্দোলন, নেজামে ইসলাম পার্টি। বিজয়নগর পানির ট্যাঙ্কের মোড়ে সমাবেশ করে জাতীয় গণতান্ত্রিক পার্টি।
জামায়াত, ইসলামী আন্দোলন, জাগপা সংসদের উভয় কক্ষে পিআর চায়। বাকি দলগুলো উচ্চকক্ষে পিআর চায়। তবে সাতটি দলই নির্বাচনের আগে সনদের বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, লেভেল প্লেয়িং ফিল্ড এবং আওয়ামী লীগের সহযোগী দলগুলোর কার্যক্রম নিষিদ্ধ চায়। এসব দাবিতে আজ বিভাগীয় শহরে বিক্ষোভ সমাবেশ করবে সাত দল।

জামায়াতের কর্মসূচির কারণে জাতীয় স্টেডিয়াম থেকে জিপিও পর্যন্ত সড়কে যান চলাচল বন্ধ থাকায় সপ্তাহের শেষ কর্মদিবসে যানজটের দুর্ভোগে পড়ে নগরবাসী। সমাবেশ শেষে জামায়াত নেতাকর্মীরা দক্ষিণ গেট থেকে মিছিল করে মৎস্য ভবন পর্যন্ত যায়। এতে রাস্তা বন্ধ হয়ে তীব্র যানজট হয়। ইসলামী আন্দোলনের মিছিলে দুপুরে পল্টন থেকে দৈনিক বাংলা সড়কে যান চলাচল বন্ধ ছিল।

সরকারকে হুঁশিয়ারি জামায়াতের
সমাবেশে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, এখনই জুলাই সনদ এবং জুলাই ঘোষণার আইনি ভিত্তি দেওয়ার উপযুক্ত সময়। মাননীয় প্রধান উপদেষ্টা, আপনি সবাইকে ডাকুন। সাংবিধানিক আদেশ অথবা গণভোটের মাধ্যমে সনদকে আইনি ভিত্তি দিয়ে নির্বাচন করুন।

নির্বাচনের পর গণভোটে রাজি হলেও বিএনপি সাংবিধানিক আদেশ জারি করে সংসদের বাইরে সংবিধানে পরিবর্তনের বিপক্ষে। দলটি চায়, সংসদে সংবিধান সংশোধনের পর গণভোটে জনরায় নিতে। প্রধান উপদেষ্টার নেতৃত্বাধীন ঐকমত্য কমিশন নির্বাচনের সঙ্গে গণভোটের প্রস্তাব করেছে। জামায়াত নির্বাচনের আগে গণভোট চায়।

বিএনপির প্রতি ইঙ্গিত করে গোলাম পরওয়ার বলেন, কেউ কেউ বলছেন, ‘এটা করা যাবে না, ওটা করা যাবে না।’ কিন্তু বিদ্যমান কাঠামোতে যদি আবার নির্বাচন হয়, তাহলে আরেকটি ফ্যাসিবাদের জন্ম হবে। আরেকটি হাসিনার জন্ম হবে।

সরকারের সমালোচনা করে গোলাম পরওয়ার বলেন, লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে পারছেন না। সুষ্ঠু নির্বাচন হবে কীভাবে? সুষ্ঠু নির্বাচনের জন্য সাংবিধানিক আদেশ এবং গণভোট দিন।
আলোচনা চলাকালে জুলাই সনদ বাস্তবায়নে আন্দোলনকে স্ববিরোধিতা বলে আখ্যা দিয়েছে বিএনপি। এর জবাবে গোলাম পরওয়ার বলেন, ‘আন্দোলন রাজনীতির অংশ। রাজনীতি জনগণের আকাক্ষা তুলে ধরার জন্য। আমরাও আলোচনায় নিষ্পত্তিতে আশাবাদী, নিরাশ নই।’

সংসদে উচ্চকক্ষে পিআর পদ্ধতিতে নির্বাচনের কথা বলা হয়েছে জুলাই সনদে। জামায়াত, ইসলামী আন্দোলন উভয় কক্ষে পিআর চায়। বিএনপি কোনো কক্ষেই পিআর চায় না। গোলাম পরওয়ার বলেন, ‘পিআর মানতে হবে। ৭০ ভাগ মানুষ পিআরের পক্ষে। ঐকমত্য কমিশনে ৩১ দলের মধ্যে ২৫টি দল পিআরের পক্ষে।’

ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের আমির নূরুল ইসলাম বুলবুলের সভাপতিত্বে সমাবেশে দলের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান ও হামিদুর রহমান আযাদ প্রমুখ বক্তৃতা করেন।

গণভোট দিন, জনগণ না চাইলে পিআর নয়
জুলাই সনদের ভিত্তিতে গণভোট দাবি করেছে ইসলামী আন্দোলন। দলটির জ্যেষ্ঠ নায়েবে আমির সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন, জনগণ যদি গণভোটে সমর্থন না করে, তাহলে ইসলামী আন্দোলন পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি করবে না।

বিএনপির সমালোচনা করে ফয়জুল করীম বলেন, পিআরের দাবিতে আন্দোলন করতে চাই না। বিএনপি যদি জনগণের ওপর আস্থা রাখে, তাহলে পিআরে কী সমস্যা? তারা ৯০ শতাংশ ভোট পেয়ে ২৭০ আসন নিয়ে এককভাবে দেশ পরিচালনা করুক। কিন্তু বিএনপি জনতার ওপর আস্থা রাখতে পারছে না কেন?

ফয়জুল করীম সরকারের সমালোচনা করে বলেন, ভারত চায় না বলে কি জুলাইয়ের আইনি স্বীকৃতি দিতে ও বিচার করতে গড়িমসি করছেন? সংস্কার ও বিচারের আগেই যদি নির্বাচন করেন, তাহলে ধরে নেব, সরকার কোনো দলবিশেষের প্রতি ঝুঁকে পড়েছে।

জামায়াতের সঙ্গে যুগপৎ আন্দোলন বিষয়ে ফয়জুল করীম বলেন, যুগপৎ আন্দোলন কারও নেতৃত্বে হয় না। কিন্তু কেউ কেউ  যুগপৎ আন্দোলনকে বিশেষ দলের নেতৃত্বে চলছে বলে বর্ণনা করছেন, যা যথার্থ নয়।

ঐকমত্য কমিশনে আলোচনা চলাকালে কেন আন্দোলন– বিএনপির এ সমালোচনার জবাবে ফয়জুল করীম বলেন, ‘আলোচনায় পিআর আনতে ব্যর্থ হয়েছি; তখনই  রাজপথে এসেছি। ঐকমত্য কমিশন বলে, ওপরের নির্দেশে পিআরকে এজেন্ডাভুক্ত করতে পারছে না। জানতে চাই, কারা সেই ওপরে থাকা শক্তি?’

প্রাথমিক বিদ্যালয়ে গান নয়; গণিত, বিজ্ঞান, ভাষা শিক্ষা, তথ্যপ্রযুক্তির শিক্ষক নিয়োগের আহ্বান জানান ইসলামী আন্দোলনের নায়েবে আমির।
সমাবেশে সভাপতির বক্তব্যে ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফজলে বারী মাসউদ বিএনপির প্রতি ইঙ্গিত করেন বলেন, ৫ আগস্টের পর সামান্য সুযোগ পেয়েই সন্ত্রাস ও চাঁদাবাজির যে দৃষ্টান্ত স্থাপন করেছে, তাতে নির্বাচনের পরে সংস্কারের চিন্তাও করা যায় না।

সনদ বাস্তবায়ন না হলে বিপর্যয়
সনদ বাস্তবায়ন না হলে জাতীয় বিপর্যয় অনিবার্য বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব জালালুদ্দীন আহমদ। তিনি বলেন, সাংবিধানিক আদেশে জুলাই সনদ বাস্তবায়ন করে এর  ভিত্তিতেই সংসদ নির্বাচন করতে হবে।

বিএনপির প্রতি ইঙ্গিত করে জালালুদ্দীন বলেন, যারা আগামী সংসদের জন্য জুলাই সনদের বাস্তবায়ন ঠেলে দিতে চায়, তারা রাজনৈতিক সুবিধার খোঁজ করছে। এখনই দেশ ও জনগণের কল্যাণে সঠিক সিদ্ধান্ত নিতে হবে। অন্তর্বর্তী সরকারকেই সাংবিধানিক আদেশ কিংবা গণভোটের মাধ্যমে জুলাই সনদের আইনি ভিত্তি দিতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/